শিরোনাম
◈ প্রশান্ত মহাসাগরে চীনের গোপন সামরিক জাল! ◈ কাশ্মীর হামলার পর দিল্লির দৃষ্টি ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর দিকে, পাল্টা হুঁশিয়ারিতে উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক ◈ ৬০ শতাংশের বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা বাড়াতে চায়: জাপানের ভাইস মিনিস্টার ◈ দুর্নীতির প্রমাণ দিতে ব্যর্থ দুদক, ন্যায়বিচার লঙ্ঘনের অভিযোগ টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের ◈ বাবার সঙ্গে বিবাহ বিচ্ছেদে রাজি না হওয়ায় সৎ মাকে শায়েস্তা করতে পুলিশকে ব্যবহার করেন শাওন: এজাহারে বাদীর দাবি ◈ কুয়েট উপাচার্য অব্যাহতির ঘোষণায় আন্দোলনের অবসান, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা ৫৮ ঘণ্টা পর ◈ হামাসকে ‘কুকুরের বাচ্চা’ বললেন মাহমুদ আব্বাস, গাজার নিয়ন্ত্রণ ও জিম্মি মুক্তির দাবি ◈ জিত‌লো রিয়াল মা‌দ্রিদ, টি‌কে রই‌লো  শিরোপা লড়াইয়ে ◈ ডিবি পুলিশ সেজে ইমামকে অপহরণ করে ৪.৩০ লাখ টাকা লুট, বন্দর থানায় মামলা ◈ দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:০৮ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনে বাংলাদেশে আসছে যৌন উত্তেজক ওষুধের কাঁচামাল

মৌরী সিদ্দিকা : সাম্প্রতিক সময়ে বেনাপোল বন্দরে যৌন উত্তেজক ভায়াগ্রার সমগোত্রীয় ওষুধ তৈরির কাঁচামাল জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। মিথ্যে ঘোষণা দিয়ে ভারত থেকে এসব কাঁচামাল আমদানি করা হচ্ছিল। শুল্ক কর্তৃপক্ষ গত কয়েক মাসে একাধিকার এ ধরণের চালান আটক করেছে। বিবিসি

ওষুধ শিল্পের সাথে সংশ্লিষ্ট কয়েকজন বলেছেন, বাংলাদেশে যৌন উত্তেজক ওষুধের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যৌন উত্তেজক ওষুধের কাঁচামাল চোরাপথে আসা এটাই প্রমাণ করে যে বাংলাদেশে এ ধরণের ওষুধের ব্যাপক চাহিদা আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মুনীরউদ্দিন আহমদ বলেন, যৌন উত্তেজক ওষুধের কাঁচামাল এখন নানাপথে বাংলাদেশে প্রবেশ করছে।

তিনি বলেন, এটার ডিমান্ড প্রচুর বাংলাদেশে। যেসব ওষুধের চাহিদা বেশি থাকে, সেটা নকল এবং ভেজাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিদেশ থেকে চোরাপথে কাঁচামাল এনে এখানে উৎপাদনের ব্যবস্থা করা হয়। বিশ্বখ্যাত ঔষধ কোম্পানি ফাইজার ভায়াগ্রা আবিষ্কার করেছে। এটা তাদের ব্র্যান্ড নাম। এই ঔষধের জেনেরিক নাম সিলডেনাফিল।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশে অসংখ্য রোগী আছেন, যারা ইরেকটাইল ডিসফাংশনে ভুগছে, তাদের কথা চিন্তা করে এই অনুমতি দেয়া হয়। দেশের ভেতরে ওষুধ না পেয়ে অনেকে বিদেশে গিয়ে ওষুধ আনতো নানা উপায়ে। ফলে দেশ থেকে বিদেশে অর্থ চলে যাচ্ছিল বলে সে কর্মকর্তা উল্লেখ করেন।

ভায়াগ্রা সমগোত্রীয় ওষুধের অনুমোদন দেবার ক্ষেত্রে সেটিও একটি কারণ ছিল। কর্মকর্তারা বলছেন, যেসব উপাদান দিয়ে ফাইজার কোম্পানি ভায়াগ্রা উৎপাদন করে সেসব উপাদান দিয়েই বিভিন্ন নামে বাংলাদেশে যৌন উত্তেজক ট্যাবলেট প্রস্তুত হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে যেসব কোম্পানি এ ওষুধ তৈরি করে তারা নিজেদের নাম দিয়ে তৈরি করে। এসব ওষুধের কার্যকারিতা এবং উপাদান ভায়াগ্রার মতো বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা।

যৌন উত্তেজক ওষুধ ব্যবহারে সতর্কতা ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে যৌন উত্তেজক ঔষধের চাহিদা বেড়েছে তাতে কোন সন্দেহ নেই। সেজন্য ভায়াগ্রা সমগোত্রীয় ঔষধ বাংলাদেশে উৎপাদনের অনুমোদন দেয়া হয়েছে। তবে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ বাধ্যতামূলক।কিন্তু বাস্তব চিত্র কিছুটা ভিন্ন বলে মনে করেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরণের ওষুধ গ্রহণ করা একেবারেই অনুচিত বলে উল্লেখ করেন অধ্যাপক আহমদ। তিনি বলেন, এই ওষুধটা খুবই ভয়ঙ্কর ওষুধ। যাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি আছে তাদের ক্ষেত্রে ব্যবহার অত্যন্ত সীমিত। এটা ব্যবহারে প্রচণ্ড রিস্ক আছে। সেজন্য এই ঔষধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের সাথে খোলামেলা আলাপ করতে হবে। বাংলাদেশে এটি ঠিকমতো মানা হচ্ছে না বলে উল্লেখ করে তিনি বলেন, ডাক্তারের কাছে গিয়ে অনেকে নিজের স্বাস্থ্য সংক্রান্ত দুর্বলতার কথা খোলাখুলি প্রকাশ করতে চায় না। সেজন্য অনেকে প্রেসক্রিপশন ছাড়াই এ ধরণের ওষুধ কিনছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়