ডেস্ক রিপোর্ট: বিশেষ পরিস্থিতিতে একমাত্র সরকারি সড়ক পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনকে (বিআরটিসি) সেবা দিতে হবে। এমন বিধান রেখে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন ২০১৯’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।জাগো।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘১৯৬১ সালের অধ্যাদেশ দিয়ে বিআরটিসি চলছে। এই অধ্যাদেশকে ঘষামাজা করে আইনে পরিণত করা হয়েছে। এটির খুব বেশি পরিবর্তন নেই, কারণ এটি আগেই অনেক পরিবর্তন করা হয়েছিল।’
আইনে নতুন একটি ধারা সংযোজন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিশেষ পরিস্থিতি যেমন হরতাল, পরিবহন ধর্মঘট, জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, বিশ্ব ইজতেমা, মুক্তিযোদ্ধা সমাবেশ এবং অনুরূপ কোনো পরিস্থিতিতে বিশেষ সড়ক পরিবহন সেবা প্রদান করার বিষয়টি বিটিআরসির কাজের মধ্যে নতুন যুক্ত করা হয়েছে। আর্জেন্ট কাজ হিসেবে বিআরটিসির কাজের অংশ হিসেবে নতুন সংযোজন করা হয়েছে।’
তিনি বলেন, ‘বিটিআরসির অনুমোদিত মূলধন ছিল ৬ কোটি টাকা সেটিকে এক হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। পরিশোধিত মূলধন এক হাজার কোটি টাকার বেশি হবে না বলে প্রস্তাব করা হয়েছে যা বিশেষ সাধারণ সভায় ঠিক করা হবে।’
নতুন আইনে পরিচালনা পর্ষদের সদস্য ১১ থেকে ২৪ জন করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
আপনার মতামত লিখুন :