শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ থেকে ইনজুরির কারণে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। এ তথ্য নিশ্চিত করেছেন কিউই কোচ গ্যারি স্টেড।
প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামার আগে পাল্লেকেলেতে অনুশীলনের সময় আঙুলে আঘাত লাগে ফার্গুসনের। পরবর্তীতে এক্সরে করা হলে তার আঙুলে চিড় ধরা পড়ে। ইনজুরি থেকে সেরে উঠতে প্রায় এক থেকে দেড় মাস সময় লাগবে তার। তাই এই সিরিজ থেকে ফার্গুসনকে প্রত্যাহার করে নিয়েছে নিউজিল্যান্ড। তবে তার বদলে নতুন কাউকে দলে সংযুক্ত করছে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
ফার্গুসনের ইনজুরি প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রধান কোচ বলেন, ‘এটা খুবই খারাপ ব্যাপার যে, ফার্গুসনকে এই সিরিজটি মিস করতে হচ্ছে। বিশেষ করে বিশ্বকাপে দুর্দান্ত একটি সময় কাটিয়ে আসার পর। সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। আশা করছি ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে আমরা তাকে পাবো।’
প্রসঙ্গত, গতকাল অনুষ্ঠিত প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।
সম্পাদনা : মারুফুল
আপনার মতামত লিখুন :