রাশিদ রিয়াজ : সৌদি আরবের নতুন শিল্পমন্ত্রী হলেন বন্দর আল-খোরায়েফ যিনি ছিলেন দেশটির এক শীর্ষ বাণিজ্য কর্মকর্তা। তিনি এখন শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপালন করবেন। আগে জালানি মন্ত্রণালয়ের অধীনে ছিল খনিজ বিভাগ। এটি এখন শিল্পের সঙ্গে জুড়ে দেয়া হল। তেল নির্ভর সৌদি অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি ও কমংসংস্থান সৃষ্টির জন্যে শিল্পমন্ত্রণালয় খোলা হলো। এরাবিয়ান বিজনেস
এছাড়া রাজকীয় আদালতের প্রধান নিযুক্ত করা হয়েছে ফাহাদ আল-এসা’কে যিনি সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমানের ঘনিষ্ঠ। একই সঙ্গে সৌদির সাবেক তথ্যমন্ত্রী আওয়াদ আল-আওয়াদকে মানবাধিকার কমিশনের প্রধান নিযুক্ত করা হয়েছে। সৌদির জাতীয় দুর্নীতি দমন কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পেলেন মাজেন আল-খামোস।