শিরোনাম
◈ দেশবাসীর কাছে নির্যাতনের শিকার মাগুরার সেই শিশুটির জন্য সেনাবাহিনীর দোয়া প্রার্থনা ◈ রাখাইনকে সহায়তায় বাংলাদেশকে করিডোর দিতে বলল ফোর্টিফাই রাইটস ◈ গণজাগরণ মঞ্চের সেই লাকির বিষয়ে জবি ক্যাম্পাসে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হল ◈ বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস ও চেয়ারপারসনের উপদেষ্টা ইয়াসিন ◈ অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন সেই শামীমা বেগম ◈ ‘আমাকে থানায় নিতে ওসিকে আসতে হবে’ বলা ছাত্রদল নেতা কারাগারে ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগ নেতা সাক্ষাৎকার দি‌লেন ভার‌তের এএন আই‌কে (ভিডিও) ◈ সুন্দর হজ ব্যবস্থাপনায় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : ধর্ম উপদেষ্টা ◈ আটক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মুচলেকায় মুক্তি ◈ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেন হাইজ্যাক: সব জিম্মি মুক্ত, ২৮ সেনা নিহত

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯, ০৩:২১ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০১৯, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের গুণগত মান উন্নত না হলে সমাজ উন্নত হয় কি করে?

নূরী জাহানারা : আরএসএস সদস্যরা ভারতে যা করছেন, বাংলাদেশে বিএনপি যা করেছে, আওয়ামী ছাত্র যুবলীগ যা করেছে ও করছে তার মধ্যে ফারাক কোথায়? জেনোসাইড ক্রিমিনাল জামায়াতের কথা বাদই দিলাম, এমনকি গুপ্ত হত্যাকারী অন্যান্য ইসলামি দলগুলোর কথাও বাদই দিলাম... ওরা মার্কামারা খুনে ঠ্যাঙ্গাড়ে, খোদার নামে খুন, পরের বউকে ধর্ষণ বা ব্যারাকে দিয়ে আসা, বালক-বালিকাকে দিয়ে গোপনে ক্ষিদে মেটানো ওদের শরিয়তসম্মত। শরিয়ত নামক প্রাগৈতিহাসিক বর্বরতা একেবারে নিষিদ্ধ করা যেখানে দরকার সেখানে শেখ হাসিনা তাদের কোলে তুলে নিয়ে মেখে খাওয়াচ্ছে। ভারতে তো আরএসএসই ক্ষমতায়। আপনি নিজের দেশের ভেতরে যে সমস্যা তৈরি করছেন, তা নিয়ে মাথা না ঘামিয়ে আরএসএস নিয়ে পড়ে থাকেন কেন? মূলে তো এখন সবাই এক। সব চরমডান। সেদিন ছাত্রশিবিরের এক ছেলের লেখা পড়লাম, কীভাবে তারা ডানপন্থী, এবং কেন তারা ডানপন্থী। এই গোষ্ঠীর লোকের ‘মেয়েমানুষ ও ইসলামের স্বর্ণযুগ’ নিয়ে আশ্চর্য মানসিক ও অবাস্তব সমস্যা প্রকারান্তরে জেনেটিক সমস্যায় রূপ নিয়েছে। তাদের স্বপ্ন আল্টিমেট ক্ষমতা ও বহু নারী ভোগ এবং ক্ষমতা প্রদর্শন। জীবনের, দেশের, জাতির আগামী একশ বছরে মাথা তুলে দাঁড়ানোর পক্ষে কোনো দায় গ্রহণ না করাই এদের বৈশিষ্ট্য। নারী এবং অসহায়ের উপরের আল্লাহর এবং রাসূলের ক্ষমতা প্রদর্শন করেই তাদের মুসলমানীয় আত্ম-অহমিকা তৃপ্ত।

মানুষের গুণগত মান উন্নত না হলে সমাজ উন্নত হয় কি করে? উন্নয়ন হয় কি করে? সরকার সেটা দাবিইবা করে কি করে? অনুন্নত মানুষের সরকার হয় অনুন্নত। অনৈতিকতা যাদের ধর্মের ধ্বনি, তারা নীতিবান হয় কীভাবে? দুনিয়াজুড়ে একই প্রবণতা। অর্থনীতি কোন্ দিকে যাচ্ছে তা নিয়ে কারু মাথাব্যথা নেই। জনগণ মঞ্চের অভিনেতাদের ভাঁড়ামী উপভোগ করছে। পুঁজির, গণমাধ্যমের লেটেস্ট বাজার বিষয়ক প্রচারণার চরম রূপ দেখা যাচ্ছে। কে লুটে নিচ্ছে আপনার-আমার অন্ন, বস্ত্র, মাথা গোঁজার ঠাঁই, বর্তমানের বাঁচা, সন্তানের ভবিষ্যৎ। কে আপনার দেশের সেরা মাথাগুলোকে খুন করছে? কার লাভ? ভেবে দেখুন। মাথা খাটান। না হলে সমূহ বিপদ সামনে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়