মাজহারুল ইসলাম : রহস্য আর কৌতুহলের শেষ নেই ডাইনোসরদের ঘিরে। কয়েক বছর আগে বিশ্বের সবচেয় বড় ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান পাওয়া গিয়েছিলো মঙ্গোলিয়ায়। গোবি মরুভূমিতে খোঁজ পাওয়া যায় টাইটেনোসর নামের বিশাল আকারের ওই ডাইনোসরের পায়ের ছাপের। এ নিয়ে তখন গবেষকরা রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন । জনকণ্ঠ
গবেষকরা জানিয়েছেন, গোবি মরুভূমিতে টাইটেনোসরের পায়ের ছাপ পৃথিবীতে ডাইনোসরদের বিচরণক্ষেত্র নিয়ে ধারণা আরও স্পষ্ট করলো। পায়ের ছাপগুলো ৭ থেকে ৯কোটি বছরের পুরনো। এক একটি পায়ের ছাপ ১০৬ সেন্টিমিটার লম্বা ও ৭৭ সেন্টিমিটার চওড়া। গত মাসেও মঙ্গোলিয়ার গোবি মরুভূমির ভূস্তরের নিচে ৯ কোটি বছরের পুরনো ডাইনোসরের বিশাল ফসিল পাওয়া যায়। তার কাছেই সন্ধান মিলেছে পায়ের ছাপগুলো। এখন পর্যন্ত সন্ধান পাওয়া ডাইনোসরের মধ্যে আকারে সবচেয়ে বড় এই টাইটেনোসর। ধারণা করা হচ্ছে, সেগুলোর দৈর্ঘ্য ৩০ মিটার আর উচ্চতা ২০ মিটার।
আপনার মতামত লিখুন :