ডেস্ক রিপোর্ট : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ করতে কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ দেশ রূপান্তরকে বলেন, এতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষের (এনটিআরসিএ) বদলে গঠিত হবে বেসরকারি শিক্ষক নিয়োগ কমিশন বা এনটিএসসি। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) আদলে এই কমিশন গঠন করা হবে। দেশ রূপান্তর
অতিরিক্ত সচিব বলেন, ‘২০১০ সালে সরকারের এডুকেশন পলিসি অনুযায়ী এ কমিশন গঠনের বাধ্যবাধকতা আছে। পিএসসির মতো করে এটি গঠিত হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক মান অনুসরণ করে বেসরকারি শিক্ষক নিয়োগ হবে। বেসরকারি শিক্ষক নিয়োগে আরও স্বচ্ছতা আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’
সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় এ কার্যক্রম চলছে জানিয়ে জাবেদ আহমেদ আরও বলেন, ‘প্রাথমিকভাবে এনটিএসসি প্রোগ্রাম আকারে বছর দুয়েক কাজ করবে। জনবল কাঠামো তৈরি করতে হবে। অফিস তৈরি করতে হবে। এসব মিলিয়ে ন্যূনতম দুই বছর সময় লাগবে।’
শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের উদ্দেশ্যে ২০০৫ সালে এনটিআরসিএ গঠিত হয়। এর আগে বেসরকারি স্কুল শিক্ষক নিয়োগে একচ্ছত্র আধিপত্য ছিল স্কুলের ম্যানেজিং কমিটির হাতে।
সংশ্লিষ্টরা জানান, পিএসসির আদলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ সব পদে শিক্ষক নিয়োগ দিতে প্রার্থী বাছাইয়ের কাজ করবে এ কমিশন। ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে থাকলেও নানা কারণে এটি কার্যকর হয়নি। এ কমিশনের সর্বোচ্চ পদটি হবে সাংবিধানিক পদ। তবে এ বিষয়ে আরও আলোচনা হবে। আগামী মাসে এর কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।
আপনার মতামত লিখুন :