রফিক আহমেদ : পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সঙ্গে শাহাদত বরণকারী সকল শহীদ এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার শহীদদের আত্মার শান্তি কামনায় রাজধানীর মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ হয়েছে। শুক্রবার শোকাবহ আগস্টের শেষ সপ্তাহে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ নির্দেশে থানা-ওয়ার্ড ও ইউনিয়ন নেতাদের উপস্থিতিতে প্রতিটি মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এরপর বেশ কয়েকটি মসজিদের সামনে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ জানান, রাজধানীর প্রতিটি মসজিদে দোয়া ও মিলাদ আয়োজনের বিশেষ নির্দেশনা দেয়া হয়।
ঢাকা-৫ নির্বাচনী এলাকার প্রতিটি মসজিদেও বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের নির্দেশে ডেমরা-সারুলিয়া, আমুলিয়া, বামৈল- কোনাপাপড়া, মাতুয়াইল, যাত্রাবাড়ী ও কদমতলীসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ শেষে মুসুল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়।
ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু থানার প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেন। বাদ জুম্মা নামাজ শেষে তিনি ছিন্নমূল গরিব-দুস্থ অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ প্রমুখ।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নির্দেশে দক্ষিণের ৭০টি ওয়ার্ডের শতাধিক স্থানে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার দুস্থ, ছিন্নমূল, অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি মাইনুদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।
ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, যুবলীগ চেয়ারম্যানের গরিব-দুস্থ অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ এবং বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় জাতির জনকের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘আমরা যুবলীগের নেতাকর্মীরা আগস্টের প্রথমদিন থেকেই শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ।’ মাতুয়াইল ইউনিয়ন যুবলীগের সভাপতি নীরু আমিন নুরুল এবং সারুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা কাজী খলিলুর রহমান খলিল ও মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সোহেল খান নিজ নিজ এলাকায় বিশেষ দোয়ায় অংশ নেন এবং গরিব-দুস্থ ও অসহায় মানুষের মধ্যে তবারক বিতরণ করেন।
কমলাপুরে এতিম-অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন বঙ্গবন্ধু জয়বাংলা লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ সুজাউল করিম চৌধুরী বাবুল, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইউনুস আকবর ও আবদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর কবির, কার্যনির্বাহী সদস্য মো. রেজাউল করীম সাগরসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা।
সম্পাদনা: অশোকেশ রায়
আপনার মতামত লিখুন :