শিরোনাম
◈ এককভাবে ইজতেমা আয়োজনের ঘোষণা, কাকরাইল মসজিদ জুবায়েরপন্থিদের নিয়ন্ত্রণে ◈ চিন্ময় দাসের আইনজীবী চিকিৎসার নামে ভারত গিয়ে চালাচ্ছেন অপপ্রচার (ভিডিও) ◈ (১৯ ডিসেম্বর)  ডলার-ইউরোসহ বৈদেশিক মুদ্রার আজকের এক্সচেঞ্জ রেট ও স্বর্ণের দাম ◈ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র: প্রথম ইউনিট ফিজিক্যাল স্টার্ট আপে চূড়ান্ত প্রস্তুতি শুরু ◈ গুমের সঙ্গে জড়িত ২০ সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ◈ ‘অস্ত্র’ হাতে মাদ্রাসায় বক্তব্যের ভিডিও ভাইরাল, আসল ঘটনা যা জানা গেল... ◈ বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ ◈ মানুষ দোয়া করতেছে শেখ হাসিনা আবার ফিরে আসবে: হাজী সেলিম পুত্র (ভিডিও) ◈ ফের ভারতকে হতাশ করলেন ট্রাম্প : ভারতীয় পণ্যে উচ্চহারে শুল্কারোপের হুমকি (ভিডিও) ◈ মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন এর সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময় 

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯, ১২:৩৩ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০১৯, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর আওয়ার পালন করলো পাকিস্তান, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিশ্চুপতার সমালোচনা ইমরানের

আসিফুজ্জামান পৃথিল : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগনের প্রতি একাত্মতা জানাতে ১ ঘন্টার জন্য কাশ্মীর আওয়ার পালন করেছে পাকিস্তান। এসময় বন্ধ ছিলো সরকারি ও বেসরকারি সকল অফিসের কার্যক্রম। ১ ঘন্টার জন্য দেশটির সকল ট্রাফিক সিগন্যালের লালবাতি জেলে রাখা হয়। বন্ধ ছিলো যান চলাচল। এই অনুষ্ঠানে অংশ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ সবসময়ই কাষ্মিরীদের পাশেই থাকবে। এসময় কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিশ্চুপতার কঠোর সমালোচনা করেন তিনি। ডন, জিও নিউজ

কাশ্মীর আওয়ার উপলক্ষে জুমার নামাজের আগে পাকিস্তানে অনুষ্ঠিত হয় অজ¯্র ছোটবড় র‌্যালি ও মিছিল। এই ইভেন্টে অংশ নেন সিন্ধুর গভর্নর ইমরান ইসমাইল, বালুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান আলইয়ানি, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার। রাজধানী ইসলামাবাদে প্রধান জমায়েত অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। এই সমাবেশে ভাসন দেন ইমরান। তার ভাসনের আগে পাকিস্তান ও আজাদ জম্মু ও কাশ্মীরের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

ইমরান বলেন, ‘আমাদের কাশ্মীরি ভাই বোনেরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। যে পদ্ধতিতে নাৎসি পার্টি জার্মানিতে প্রভাব বাড়িয়েছিলো, একইভাবে আরএসএস ভারতের দখল বুঝে নিয়েছে। তারা মুসলিমদের শিক্ষা দিতে চায়। তারা মনে করে মুসলিমরা সম নাগরিক অধিকার রাখেন না। আজ সারা বিশ^ দেখছে কাশ্মীরে কি হচ্ছে। এতোকিছুর পরেও সবাই চুপ। এটি অন্যায়। এটি হওয়া উচিৎ নয়। তবে যতো যাই হোক, পাকিস্তান কাশ্মীরের পাশেই থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়