শিরোনাম
◈ ‘মেগা বাঁধ’ ঘিরে চীন-দিল্লি উত্তেজনা ◈ রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর অভিযান (ভিডিও) ◈ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফিকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ◈ আবুধাবি টি-টেন ক্রিকেটে বাংলা টাইগার্সে সাকিবের পর তাওহীদ হৃদয় সুযোগ পেলেন ◈ দুই কুশলের ব্যাটিং তা-বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলো শ্রীলঙ্কা ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ পাকিস্তানে ভারত খেলতে না গেলে জয় শাহকে বিকল্প খোঁজার আহ্বান ইসিবির ◈ চাপাতি নিয়ে দুর্ধর্ষ ছিনতাইয়ের লোমহর্ষক বর্ণনা, অস্ত্রসহ গ্রেফতার ৩ (ভিডিও) ◈ সংস্কারের ধীর গতি ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, যা বলছেন উপদেষ্টারা ◈ সিনওয়ারের শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০৮:৪১ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবকিছু ছেড়ে দিয়েও মেয়েকে বাঁচাতে পারলেন না এনরিকে

রাকিব উদ্দীন : নিজের সবটুকু দিয়েও মেয়েকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করতে পারলেন না স্পেন ও বার্সেলোনার সাবেক কোচ লুই এনরিকে। মাত্র নয় বছর বয়সে হাড়ের কান্সারে আক্রান্ত তার মেয়ে জানা শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন। মেয়ের না ফেরার দেশে পাড়ি জমানোর পর বিষয়টি টুইটারে জানান এনরিকে।

টুইটে তিনি বলেন, ‘অস্টিওসার্কোমার (হাড়ের ক্যান্সার) সঙ্গে পাঁচ মাস লড়াইয়ের পর বৃহস্পতিবার বিকেলে মারা গেছে আমাদের নয় বছর বয়সী মেয়ে জানা। তুমি আমাদের পরিবারের আলোকবর্তিকা হয়ে থাকবে। আমরা তোমাকে খুব মিস করব তবে সব সময়ই তোমাকে মনে থাকবে আর আশা রাখি ভবিষ্যতে আবার দেখা হবে। এ কয়েকটি মাসে যাঁরা ভালোবাসা ও বিচক্ষণতার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

হাসপাতালের স্টাফদেরও ধন্যবাদ জানিয়েছেন এনরিকে। স্পেনের সাবেক এ ফরোয়ার্ডের অপূরণীয় ক্ষতিতে শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও টেনিস তারকা রাফায়েল নাদালও শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন এনরিকের প্রতি। ইনস্টাগ্রামে লিওনেল মেসি লেখেন, ‘জগতের সব শক্তি নিয়ে আমরা আপনার পাশে আছি।’ বার্সার শোকবার্তায় বলা হয়, ‘এই কঠিন সময়ে লুই এনরিকের পরিবারের প্রতি আমরা সমবেদনা ও শোক জানাচ্ছি।’

২০১৪-১৫ মৌসুমে বার্সাকে ‘ট্রেবল’ জেতানো সাবেক এ কোচের জীবনে চরম কঠিন সময় শুরু হয় গত মার্চ থেকে। ইউরো ২০২০ বাছাইপর্বে গত ২৭ মার্চ মাল্টার মুখোমুখি হয়েছিল স্পেন। সে ম্যাচের আগের আর দশজন কোচের মতোই শিষ্যদের নিয়ে অনুশীলনের পর সংবাদ সম্মেলনও করেছিলেন এনরিকে। কিন্তু একটা ফোন পাল্টে দেয় এনরিকের জীবন। তার স্ত্রী ফোন করে জানান সন্তানের গুরুতর ব্যাধির কথা। এনরিকের জীবনে বয়ে যাওয়া ঝড় তখন খুব কম মানুষই জানতেন। বাড়ি ফিরতে উদ্গ্রীব এনরিকের জন্য মাল্টায় বিমান পাঠানো হয় বার্সেলোনা থেকে।

এনরিকের পরবর্তী পাঁচ মাসের দুঃসহ জীবনের সেটা ছিল কেবল শুরু। সবকিছু ছেড়ে মেয়েকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন ৪৯ বছর বয়সী এ পিতা। টুপিতে মুখ লুকিয়ে মেয়েকে প্রতিদিন দেখতে যেতেন হাসপাতালে। এতে স্পেন কোচের দায়িত্ব পুরোপুরি পালন করতে পারছিলেন না। গত ১৯ জুন সবাইকে চমকে দিয়ে স্পেন কোচের পদ ছাড়েন এনরিকে। এর পেছনে তিনি ‘পারিবারিক’ কারণ দেখালেও তখন বেশির ভাগ ফুটবলপ্রেমীই আসল ঘটনাটা জানতেন না। এনরিকে শুধু ফেডারেশন, কর্মকর্তা আর খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছিলেন। তবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) লুই রুবিয়ালেস বলেছিলেন, ‘তার জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকবে।’

এনরিকের জীবনে সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে ফুটবল দুনিয়া। যেখানে নেই কোনো প্রতিদ্ব›িদ্বতা, শুধু শোক, ভালোবাসা ও সহমর্মিতা।

সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়