আমিরুল ইসলাম : গ্রাহকদের সুবিধার জন্য ভিভো আইকিউওও প্রো স্মার্টফোনটিতে ৪জি ও ৫জি উভয় প্রযুক্তি ব্যবহারের জন্য আলাদা আলাদা সংস্করণ আনলো চীনা বহুজাতিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। আইকিউওও প্রো নামের নতুন এই স্মার্টফোনটি কোম্পানির আইকিউওও সিরিজের নতুন সংস্করণ।
স্মার্টফোনটির ৫জি সংস্করণে ডুয়েল সিমের (ন্যানো) একটি স্লটে ৫জি ও অন্য স্লটে ৪জি সংযোগের ব্যবস্থা রয়েছে। অন্য সংস্করণটির দুটি
স্লটেই ৪জি সংযোগ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
সম্প্রতি চীনে একটি সাংবাদিক সম্মেলনে স্মার্টফোনটি উন্মোচন করে ভিভো। আগামী ২ সেপ্টেম্বর থেকে চীনের বাজারে পাওয়া যাবে আইকিউওও প্রো স্মার্টফোনটি।
আইকিউওও প্রো’র ৪জি সংস্করণটির মূল্য ৩ হাজার ১৯৮ ইয়েন যার সঙ্গে রয়েছে ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ। অন্যদিকে ১২জিবি ও ১২৮জিবি সংস্করণটির মূল্য ৩ হাজার ৪৯৮ ইয়েন।
৫জি সংস্করণটির মূল্য ৩ হাজার ৭৯৮ ইয়েন যার সঙ্গে রয়েছে ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ। অন্যদিকে ৮জিবি+২৫৬জিবি এবং ১২জিবি+১২৮জিবি সংস্করণের দাম হবে যথাক্রমে ৩ হাজার ৭৯৮ ইয়েন ও ৪ হাজার ৯৮ ইয়েন।
সম্পাদনা : মাহবুব
আপনার মতামত লিখুন :