শিরোনাম
◈ রিজার্ভ কমে ফের ১৯ বিলিয়ন ডলার ◈ ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ নতুন রাজনৈতিক দলের ঘোষণা ফেব্রুয়ারিতে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভ্যাট বাড়ানোয় ৫ টাকার বিস্কুট ৭ টাকা, ২৫ টাকার জুস ৩৩ টাকা হবে ◈ বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি? ◈ বিএসএফকে শায়েস্তা করতে বিজিবি যথেষ্ট: বিজিবি (ভিডিও) ◈ আইএসআই প্রধানের ঢাকা সফরের খবরটি ভুয়া: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ ভারতীয় নারীদের ৭ মাস না যেতেই যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের হিড়িক ◈ যারা পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ◈ সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০৩:৫৯ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ ড্র: রিয়াল পেল পিএসজিকে, লিভারপুলের সঙ্গী নাপোলি, মৃত্যুকুপে বার্সা

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০ মৌসুমে কঠিন গ্রুপে পড়েছে বার্সেলোনা। ‘এফ’ গ্রুপে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গী শক্তিশালী বরুসিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলান। চতুর্থ দলটির নাম স্লাভিয়া প্রাহা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোতে শুরু হয় চ্যাম্পিয়নস লিগের ড্র। একই অনুষ্ঠানে দেওয়া হয়েছে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। যেখানে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে সেরা হয়েছে ভার্জিল ফন ডাইক।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ৩২টি দল খেলবে ৮ গ্রুপে ভাগ হয়ে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের মুখোমুখি হবে তারা। গ্রুপের লড়াই শেষে প্রতি গ্রুপ থেকে সেরা দুটি করে দল যাবে দ্বিতীয় পর্বে। এ বছর গ্রুপ পর্বের লড়াই শুরু হবে ১৭ সেপ্টেম্বর। ফাইনাল হবে আগামী বছর ৩০ মে, ইস্তাম্বুলে।

এদিনের ড্রতে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছেন নাপোলিকে। ‘ই’ গ্রুপে তাদের সঙ্গী অন্য দুই দল- সালজবুর্গ, গেঙ্ক। বর্তমান রানার্সআপ টটেনহাম ‘বি’ গ্রুপে সঙ্গী হিসেবে পেয়েছে পাঁচ বারের ইউরোপ সেরা বায়ার্ন মিউনিখকে। অন্য দুই দল অলিম্পিয়াকোস ও রেডস্টার বেলগ্রেড।

চেলসির গ্রুপে সর্বশেষ আসরের সেমিফাইনালিস্ট আয়াক্স, ভ্যালেন্সিয়া ও লিল। পিএসজি ও রিয়াল মাদ্রিদ পড়েছে একই গ্রুপে। জুভেন্তাসের গ্রুপে এবারো অ্যাটলেটিকো মাদ্রিদ।

দেখে নিন কে কোন গ্রুপে:

গ্রুপ এ : পিএসজি, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, গ্যালাতাসারায়

গ্রুপ বি : বায়ার্ন মিউনিখ, টটেনহাম, অলিম্পিয়াকোস, রেডস্টার বেলগ্রেড

গ্রুপ সি : ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেতস্ক, ডায়নামো জাগরেব, আটালান্টা

গ্রুপ ডি : জুভেন্তাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, লোকোমোটিভ মস্কো।

গ্রুপ ই : লিভারপুল, নাপোলি, সালজবুর্গ, গেঙ্ক

গ্রুপ এফ : বার্সেলোনা, বরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, স্লাভিয়া প্রাহা

গ্রুপ জি : জেনিট সেন্ট পিটার্সবার্গ, বেনফিকা, লিঁও, লাইপজিগ

গ্রুপ এইচ : চেলসি, আয়াক্স, ভ্যালেন্সিয়া, লিল।

চ্যাম্পিয়নস লিগের চার পটে থাকা দল:

পট-১: লিভারপুল (চ্যাম্পিয়নস লিগ), চেলসি (ইউরোপা লিগ), বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, পিএসজি, জেনিত।

পট-২: রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, নাপোলি, শাখতার দোনেস্ক, টটেনহাম, বেনফিকা, আয়াক্স।

পট-৩: লিও, বায়ার লেভারকুসেন, রেড বুল সালজবুর্গ, অলিম্পিয়াকোস, ভ্যালেন্সিয়া, ইন্টার মিলান, জাগরেব, ক্লাব ব্রুজ।

পট-৪: লোকোমোটিভ মস্কো, গেঙ্ক, গ্যালাতাসারাই, লাইপজিগ, রেড স্টার, আটালান্টা, লিলি, সালভিয়া প্রাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়