মোহাম্মদ মাসুদ : কাউকে গ্রেপ্তার করে সঙ্গে সঙ্গে গণমাধ্যমের সামনে কথা বলার ব্যাপারে হাইকোর্ট একটি নীতিমালা তৈরির কথা বলছে। লেখক ও গবেষক আফসান চৌধুরী বলেন, কোনো মানুষ অপরাধ করলে তার বিচার যে হয়, এটাও প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ ব্যাপারে সাধারণ মানুষের আস্থাটা খুব দুর্বল হয়ে গেছে। অর্থৎ খুব জটিল হয়ে গেছে।
বৃহস্পতিবার ডিবিসি টিভির ‘রাজকাহন’ অনুষ্ঠানে তিনি বলেন, যখন কোনো বিচারকার্যের প্রধান আসামী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা বন্ধুক যুদ্ধে নিহত হয়, তখন সেটা ভুল কি সঠিক মানুষের মধ্যে সন্দেহ অনেক বেড়ে যায়। কেনো তাকে রক্ষার ভূমিকা তারা নেয়নি।
আফসান চৌধুরী বলেন, বিভিন্ন বন্ধুক যুদ্ধ হচ্ছে এটা আইনশৃঙ্খলার জন্য হয়তো ভালো হতে পারে কিন্তু জনগণতো এটা বিশ্বাস করছে না। যখন আইনশৃঙ্খলার মত প্রতিষ্ঠানের প্রতি অবিশ্বাস তৈরি হয়, সেটা খুব অসুবিধাজনক হয়।
তিনি আরো বলেন, বিভিন্ন সময় বড় চোর, ডাকাত কিংবা সন্ত্রাসীকে আটকের পরে পুলিশ বা র্যাব প্রেস কনফারেন্স করে এবং বলে সে অপরাধ স্বীকার করেছে। সম্প্রতি হাইকোর্ট এ বিষয়ে অবজারভেশনে বলছে, তুমি এটা বলতে পারো না। তাকে এলিগেশন দিয়ে কোর্টে নাও এবং বিচারের ব্যবস্থা কর। এসব কারণেই একটা নীতিমালার প্রয়োজন, সেটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয় গণমাধ্যমেরও দরাকার। সম্পাদনা : খালিদ আহমেদ
আপনার মতামত লিখুন :