শিমুল মাহমুদ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘদিন ধরে ইতিহাস বিকৃত করার চেষ্টা করে আসছে আওয়ামী লীগ। সত্যকে ঢেকে দিয়ে তারা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে মিথ্যাচার করে আসছে। বৃহস্পতিবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগষ্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মাষ্টারমাইন্ড জিয়াউর রহমান। ২১ আগস্ট ষড়যন্ত্রের পুনরাবৃত্তি একই সূঁত্রে গাথা। এখনো বাতাসে চক্রান্তের গন্ধ আসছে। ওবায়দুল কাদেরের বক্তব্য যদি সত্য হয়, তাহলে ১৫ আগস্টের মর্মষ্পর্শী ঘটনার পরও আওয়ামী লীগই সরকার গঠন করলো কিভাবে? ওবায়দুল কাদের সাহেব আপনি ১৫ আগস্টের বিষয়ে এইচটি ইমামকে জিজ্ঞেস করুন, তাহলেই সব উত্তর পেয়ে যাবেন। সেদিন লাশ ডিঙিয়ে মোশতাক সরকারের স্পিকার থেকে শুরু করে যারা মন্ত্রী-এমপি ছিলেন তাদের অনেকেই বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বড় বড় পদে অধিষ্ঠিত ছিলেন। তারা এমপি হলেন কিভাবে?
রিজভী প্রশ্ন করেন, ১৫ আগস্টের সময় বিএনপির সৃষ্টি হয়নি এবং শহীদ জিয়াউর রহমান তখন তো কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না। এরপরও জিয়াউর রহমানের নাম কেন টেনে নিয়ে আসেন? তাকে অভিযুক্ত করতে আওয়ামী নেতারা এতো তৎপর কেন? তৎকালীন সেনাপ্রধানের কোন দায় নেই কেন? তিনি তো আওয়ামী লীগের এমপি ছিলেন।
বিএনপির এ মূখপাত্র বলেন, যে ব্যক্তিরা সাবেক রাষ্ট্রপতি মরহুম শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ছক এঁকেছিল, যে ব্যক্তিরা খন্দকার মোশতাকের শপথে অংশ নিতে বঙ্গভবনে গিয়েছিল, সেই ব্যক্তিরাই এখন সরকারের চারপাশে ঘোরাঘুরি করছে। পঁচাত্তরে আওয়ামী লীগের লোকেরাই একজন আরেকজনকে হত্যা করেছে, একজন আরেকজনের কাছ থেকে ক্ষমতা দখল করেছে।
বিএনপির চেয়ারপারসনের মুক্তির দাবি জানিয়ে রিজভী বলেন, খালেদা জিয়ার কারাবন্দিত্বের ৫৬৮তম দিন আজ। সরকারের প্রতিহিংসার কারাগারে তার শারীরিক অসুস্থতার ক্রমাগত অবনতি হলেও ক্ষমতা হারানোর ভয়ে মুক্তি দিচ্ছে না সরকার।
আপনার মতামত লিখুন :