শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯, ০৭:৪৫ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০১৯, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি, রোনালদো না ভন ডাইক, কে হবেন ইউরোপ বর্ষসেরা, জানা যাবে আজ

রাকিব উদ্দীন : ইউরোপের শীর্ষ ফুটবলারের মুকুট কে পরবেন? আজ তা ঘোষণা করবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। গত এক বছরে কার নজরকাড়া পারফরম্যান্সকে প্রাধান্য দিবে ফুটবল সমর্থকরা, তার প্রতিফলন হবে ফ্রান্সের মোনাকোতে বাংলাদেশ সময় আজ রাত দশটায়। উয়েফার বর্ষসেরা হওয়ার দৌড়ে অবশ্য এগিয়ে আছেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি, জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ও লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক।

উয়েফার এ পুরস্কারের নিয়ামবলী অনুযায়ী, গত বছরের ৩১ জুলাই থেকে পরবর্তী এক বছরে ইউরোপে খেলা খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করে দেয়া হবে সম্মানজনক এই পুরস্কার। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের মোট ৮০ জন কোচ ও ৫৫ জন সাংবাদিক ভোট দিয়ে নির্বাচিত করেছেন উয়েফা সেরাদের। তারা যাকে প্রথম ভেবেছেন, সে পাচ্ছেন পাচ্ছেন ৫ পয়েন্ট, দ্বিতীয় জন ৩ ও শেষ জন পাচ্ছেন ১ পয়েন্ট। এভাবে যার পয়েন্ট বেশি হবে, সে-ই হবেন ইউরোপের সেরা।

বর্ষসেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকা মেসি গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে থেকে নিজের যোগ্যতার জানান দিয়েছেন। মৌসুমে ৫১ ম্যাচ খেলে ৫০ গোল করেছেন, অনেক ম্যাচে বার্সেলোনাকে একাই বিপদের হাত থেকে উদ্ধার করেছেন। লা লিগা ও ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও বগলদাবা করেছেন। ব্যক্তিগত দিক দিয়ে মৌসুমটা উজ্জ্বল কাটলেও দলগত দিক দিয়ে তেমন সফলতা পাননি এ আর্জেন্টাইন তারকা। সেটি ক্লাবের ক্ষেত্রে হোক বা আন্তর্জাতিক ক্ষেত্রে। আর এ কারণটি এ তারকার ষষ্ঠবারের মতো বর্ষসেরা হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে।

মেসির পর বর্ষসেরার তালিকায় দ্বিতীয়তে আছেন রোনালদো। ব্যাক্তিগত পারফরম্যান্সের দিক দিয়ে মেসির থেকে এগিয়ে আছেন এ তারকা। জুভেন্টাসের হয়ে সুপার কাপ জিতে মৌসুম শুরু করেছিলেন তিনি। পরে লিগও জিতেছেন। আন্তর্জাতিক অঙ্গনে মেসিকে আবার ছাড়িয়ে গেছেন এই পর্তুগিজ তারকা। নতুন চালু হওয়া উয়েফা নেশনস লিগ জিতেছেন পর্তুগালের হয়ে। গোটা মৌসুমে ৪৩ ম্যাচ খেলে ২৮টা গোল করেছেন রোনালদো। গত এক দশকে এই প্রথম ত্রিশের কম গোল করলেন পর্তুগিজ তারকা। আর ব্যক্তিগত পারফরম্যান্সে পিছিয়ে যাওয়ার কারণ হতে পারে রোনালদোর বর্ষসেরা হওয়ার পথে বড় বাধা।

ডিফেন্ডার হয়েও মেসি-রোনালদোর পথে হেঁটে দলকে টেনে নিয়ে গেছেন লিভারপুলের হয়ে খেলা নেদারল্যান্ডের তারকা ভন ডাইক। প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। এই একটা তথ্যই যথেষ্ট প্রমাণ করার জন্য, কী অসাধারণ একটা মৌসুম কাটিয়েছেন তিনি লিভারপুলের হয়ে। দেড় বছর আগে লিভারপুলে যখন যোগ দিলেন, অল রেডদের রক্ষণভাগ নিয়ে সবাই হাসাহাসি করতো। সে অবস্থা থেকে লিভারপুলের রক্ষণভাগ যে আজকে ইউরোপের সেরা, তার পেছনে মূল কৃতিত্ব এই ডাচ সেন্টারব্যাকের। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত ৬৪ ম্যাচে ভন ডাইককে ড্রিবলে পরাস্ত করে কেউ গোল করতে পারেননি, ভাবা যায়! লিভারপুলকে জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ, একটুর জন্য লিগ জেতা হয়নি। কিছুদিন আগে চেলসিকে হারিয়ে উয়েফা সুপার কাপও জিতেছেন লিভারপুলের হয়ে। ওদিকে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বকাপ না খেলতে পারা নেদারল্যান্ডসকে নেশনস লিগের ফাইনালে ওঠানোর পেছনে অধিনায়ক ভন ডাইকের ভূমিকা ছিল অনেক। বর্ষসেরা হওয়ার দৌড়ে মেসি-রোনালদোকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানাবেন এই ভন ডাইকই। আর সে চ্যালেঞ্জে যদি জিততে পারেন, তাহলে ১৩ বছর পর একজন ডিফেন্ডারের হাতে বর্ষসেরার পুরস্কার দেখবে বিশ্ব।

কাক্সিক্ষত পুরস্কারটি কার হাতে উঠবে, এখন শুধু তাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

সম্পাদনা : রেজাউল আহসান ও রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়