নিজস্ব প্রতিবেদক : ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স করে বিশ^কাপের আগে আফগানিস্তানে ত্রিদেশীয় সিরিজে জায়গা পেয়েছিলেন অলরাউন্ডার ফরহাদ রেজা। কিন্তু স্কোয়াডে থাকলেও একাদশে খেলার সুযোগ পাননি তিনি। শ্রীলঙ্কা সফরেও দলে ডাক পেয়েছিলেন। কিন্তু সেই সফরে ছিলেন দর্শক। তযে আশা হারাচ্ছেন না তিনি। মায়ের জন্য হলেও জাতীয় দলের একাদশে জায়গা পেতে চেষ্টা চালিয়ে যাবেন তিনি।
গতকাল বুধবার কন্ডিশনিং ক্যাম্পের শেষ দিনে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এই ক্রিকেটার জানান, তাকে জাতীয় দলের হয়ে খেলতে দেখার জন্য অপেক্ষায় আছেন দুইজন মানুষ। আর তাদের একজন ফরহাদ রেজার মা। তাদের জন্যই এখনো ক্রিকেট খেলে যাচ্ছেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার।
তিনি বলেন, ‘আমি এখন ক্রিকেট খেলছি দুইজনের জন্য। একজন আমার মা। ওরা আমার জন্য অপেক্ষা করছে। যদি কখনো ম্যাচ খেলতে পারি সবচেয়ে বেশি খুশি হবে ওরা। সেজন্য আমি প্রস্তুত থাকছি।’
দলে সুযোগ পাওয়ার বিষয়টি নিজের হাতে নেই, তবে ফরহাদ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজের মতো করে। তার ভাষ্য, ‘এটা তো আমার হাতে না। আমার কাজ হল শুধু পারফর্ম করা, চেষ্টা করা ভালো খেলার। এরপরও যদি না হয়, সেখানে তো আমার কিছু করার নেই।’
ফরহাদ আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত নেই অনেক বছর হল। সা¤প্রতিক সময়ে জাতীয় দলের সাথে থাকার সৌভাগ্য হলেও ম্যাচ খেলা হয়ে ওঠেনি। তবুও নিজেকে নিয়ে সচেতন, সচেতন ফিটনেস ও ক্যারিয়ার নিয়ে। চলমান কন্ডিশনিং ক্যাম্পে বিপ টেস্টে অন্যান্য বেশিরভাগ ক্রিকেটারের পয়েন্ট যেখানে ছিলো হতাশাজনক, সেখানে ফরহাদের ছিলো ১২’রও বেশি!
সাংবাদিকদের সাথে আলাপকালে জানালেন, যে ফরম্যাটেই সুযোগ পান না কেন, নিজেকে প্রস্তুত রাখছেন সবসময়ই। তিনি বলেন, ‘ওয়ানডে ও টি-টুয়েন্টি আমার পছন্দের ফরম্যাট। তারপরও যেখানেই সুযোগ হয় ক্রিকেট তো খেলতে হবে! রেজা সমসময়ই প্রস্তুত।’
সম্পাদনা : মারুফুল
আপনার মতামত লিখুন :