ওয়ালি উল্লাহ : রাজধানীর শ্যামলীর একটি ক্লিনিকে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে এ ঘটনার শিকার হন ওই তরুণী। বুধবার রাত সাড়ে ১২টার দিকে মহিউদ্দিন রনি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এ বিষয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেন।
এতে তিনি উল্লেখ করেন, তার পরিচিতি ওই তরুণী চাকরির ইন্টারভিউ দিতে গেলে ক্লিনিকের লোকজন শরবতের সঙ্গে অচেতন করার ওষুধ খাইয়ে দেয়। পরে তাকে একাধিক ব্যক্তি ধর্ষণ করে।
এ বিষয়ে তারা বুধবার রাত ১টার দিকে শেরেবাংলা নগর থানায় মামলা করতে যান। জানতে চাইলে রাত সোয়া ১টার দিকে শেরেবাংলা নগর থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, একজন তরুণীসহ কয়েকজন থানায় এসেছেন। তাদের বক্তব্য শুনে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।