মো. আখতারুজ্জামান : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বঙ্গবন্ধুর সময় সৃষ্টি হয়েছে। সেজন্য আগামী বছর যে মুজিব বর্ষ পালিত হবে সেটি এনবিআর অত্যন্ত সুসংগঠিতভাবে পালন করবে। মুজিব বর্ষে রেভিনিউ কালেকশন পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে। আর সেই রেকর্ড বঙ্গবন্ধুর নামে আমরা উৎসর্গ করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
বুধবার রাজধানীর আইডিইবি ভবনে বিসিএস (ট্যাক্সসেশন) ও বিসিএস (কাস্টম অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, আগামীবছর যে মুজিব বর্ষ পালিত হবে সেটি এনবিআরের পক্ষ থেকে অত্যন্ত সুসংগঠিতভাবে পালনের আমরা প্রস্তুতি নিয়েছি। বিসিএস ট্যাক্স ও বিসিএস কাস্টমস একাডেমিতে নিয়মিত যে প্রশিক্ষণ কোর্স চলে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর যারা গবেষণা করেছেন এবং যাদের কাছে যথেষ্ট তথ্য আছে তাদেরকে রিসোর্স পার্সন এনে বক্তৃতা করানো হবে। এছাড়া আমাদের কর্মের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবো।
বঙ্গবন্ধুকে স্মরণ করে চেয়ারম্যান বলেন, শূন্যতা প‚রণ হয়েছে কিন্তু সেই শূন্যতা অনেকটা হাহাকারের রূপে দীর্ঘদিন আমাদের মধ্যে ছিল। বাংলাদেশ যতদিন টিকে থাকবে ততদিন এদেশের মানুষ বঙ্গবন্ধুকে স্মরণ করবে। সরকারে আমরা যারা কাজ করি তাদের উচিত রাজস্ব বাস্তবায়ন, তার নির্দেশ মতো চলা, জনগণের সেবা করা। মোশাররফ হোসেন বলেন, যাদের ট্যাক্সের পয়সায় আমাদের বেতন হয়, তাদের প্রতি আমরা যেন কোন অন্যায় না করি। সেই বিষয়গুলো মনে রেখে চললেই বঙ্গবন্ধুকে স্মরণ করা হবে।
তিনি বলেন, যাদের ট্যাক্সের পয়সায় আমাদের বেতন হয় তাদের প্রতি যেন আমরা অন্যায় না করি। এ বিষয়গুলো মনে রেখে চললেই বঙ্গবন্ধুকে স্মরণ করা হবে।
সভায় বিসিএস (ট্যাক্সসেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনবিআর সদস্য কালিপদ হালদার ও সুলতান মো. ইকবাল, এনবিআর সদস্য সৈয়দ গোলাম কিবরীয়া, বিসিএস অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. নুরুজ্জামান প্রমুখ।
আপনার মতামত লিখুন :