শিরোনাম
◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ◈ পার্বতীপুরে আওয়ামী লীগের চার নেতা সহ ১৩ জন আটক

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯, ০১:০৬ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০১৯, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেঁচে আছেন স্টিভ জবস, বাস করছেন মিশরে!

লিহান লিমা: গত কয়েকদিন যাবত ইন্টারনেটে ঘোরাঘুরি করছে সাদা আলখেল্লা করা খোঁচা খোঁচা দাঁড়িতে এক ব্যক্তির ছবি। যাকে অ্যাপলের সিইও স্টিভ জবসের সঙ্গে মিলিয়ে ষড়যন্ত্রতত্ত¡বিদরা দাবি করছেন, জবসের মৃত্যুর বিষয়টি ভুয়ো এবং তিনি দিব্যি বেঁচে আছেন, রয়েছেন মিশরে। ডেইলি মেইল, হেভি ডট কম

সোমবার র‌্যাডিট ডট কম সাইটে অ্যাপলের প্রতিষ্ঠাতার সঙ্গে হুবহু মিলের এই ছবিটি ছড়িয়ে পড়ে। এর পর ২ হাজারেরও বেশি ব্যবহারকারী ছবিটির নিচে বলছেন, ‘এটি স্টিভ জবসের মতো নন, জবস-ই হবে।’ অন্যদিকে যে ব্যক্তি ছবিটি পোস্ট করেছেন তিনি এখনো ছবিটি কখন তোলা হয়েছে তা নিয়ে কিছু বলছেন না। একজন বলছেন, ‘তিনি মিশরকে ভালবাসতেন, এমনই সাধারণ জীবন যাপন করতে চাইতেন।’ আরেকজন বলেন, ‘যড়যন্ত্রতত্ত¡বাদ দিয়ে যদি বাস্তবতা দেখি, সত্যিটা হলো জবস এমন কাজ করার মতোই পাগলাটে ছিলেন।’ ছবিটির বড় সাদা পোশাক নিয়ে এক ষড়যন্ত্রতত্ত¡বিদ বলেন, ‘জবসের বৌদ্ধজম ও আধ্যাত্মিক বিষয়বস্তু নিয়ে আগ্রহ ছিলো।’ তবে অন্য বিশ্লেষকরা বলছেন, ছবিতে থাকা এই ব্যক্তি দেখতে স্টিভ জবসের মতো, কিন্তু স্টিভ জবস ননন। তারা দাবি করছেন, মিশরের এই ব্যক্তি অ্যানলগ ঘড়ি পরেছেন কিন্তু স্টিভ জবস পরতে অ্যাপল ওয়াচ। তবে ষড়যন্ত্রতত্ত¡বিদরা আসল স্টিভসকে চিনতে অ্যাপল ঘড়ির এই সূত্র নিয়ে হাসাহাসি করছেন।

পার্সোনাল কম্পিউটারের স্রষ্টা স্টিভস মারা গেছেন ২০১১ সালের ৫ অক্টোবর ক্যালিফোর্নিয়ার পালো আলতোতে মারা গেছেন। সায়েন্টিফিক আমেরিকান জার্নাল বলছে, মৃত্যুর সময় তার বয়স ছিলো ৫৬ বছর। বেঁচে থাকলে তার বয়স এখন থাকতো ষাটের ঘরে। জবস দুর্লভ নিউরোএনডকরিন ক্যান্সারে ভুগছিলেন, ৮ বছর ধরে তার ডায়াগনসিস চলছিলো, যা কিনা যেসব ব্যক্তিদের প্যানক্রিয়াটিক ক্যান্সার থাকে তাদের তুলনায় অনেক দীর্ঘ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়