শিরোনাম
◈ বিনিয়োগ সম্প্রসারণে আরব আমিরাতকে পাশে চায় ঢাকা চেম্বার ◈ দিনমজুরের সন্তান অয়ন্ত বালা বাংলাদেশ নারী ফুটবল দলে সুযোগ পেলো ◈ জলাবদ্ধতা নিরসনে ঢাকার ১৯টি খাল সংস্কার করা হবে: উপদেষ্টা ◈ ভারতের প্রতি বাংলাদেশের শত্রুতাপূর্ণ আচরণ দেখতে চাই না : জয়শঙ্কর ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৩ হাজার কোটি টাকা ◈ জাতিসংঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে আরো দুর্বল করবে ◈ যে কারণে খুঁটির সঙ্গে বাঁধা হয় হুমায়ূন আহমেদের প্ল্যাকার্ড! ◈ ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছেন শিবির সভাপতি (ভিডিও) ◈ এক ওভারে ১১ বল, শামির লজ্জার রেকর্ড, শীর্ষে বাংলাদেশের হাবিবুল বাশার ◈ কেনো অন্য দলের খেলায় ভারতের জাতীয় সংগীত বাজলো, পাকিস্তান ব্যাখা চাইলো আইসিসির কাছে

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি গ্রন্থাগারে আধুনিক ও যুগোপযোগী কমপ্লেক্স ভবনসহ চারদফা দাবিতে মানববন্ধন

মুহাম্মদ ইলিয়াস হোসেন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে চার দফা দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুরের মানববন্ধনে ঢাবি গ্রন্থাগারের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। শিক্ষার্থীরা দাবি করেন, ডাকসু হওয়ার পরও গ্রন্থাগারের উন্নয়নে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- দ্রুত আধুনিক, যুগোপযোগী ও ডিজিটাল বহুতল গ্রন্থাগার কমপ্লেক্স ভবন তৈরি, সমস্যার আশু সামাধানকল্পে গ্রন্থাগার কমপ্লেক্স ভবন নির্মাণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি ভবনকে অস্থায়ীভাবে গ্রন্থাগার হিসাবে ব্যবহার, গ্রন্থাগারে বহিরাগত ছাত্রদের অনুপ্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে জরুরি বহির্গমন সিড়ি তৈরি করা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুল্লাহ বেলালী বলেন, ‘প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আসন সংকুলান হয় না। সবার যেন আসনের ব্যবস্থা হয়, সে দাবিতে আমরা মানববন্ধন করছি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পড়তে চাচ্ছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আসনের ব্যবস্থা করতে ব্যর্থ হচ্ছে। তার চেয়ে বড় কথা, কেন্দ্রীয় লাইব্রেরিতে বহিরাগতের সংখ্যা অনেক বেশি। তাদের কারণে আমাদের জায়গা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, তারা যেন আমাদের সকল সমস্যা বিবেচনা করে এর সুস্পষ্ট সমাধান করেন। আমাদের যেসব রেফারেন্স বই প্রয়োজন, সেসব বই যেন মজুদ রাখেন এবং সিট সংকুলানের ব্যবস্থা করেন।’

শিক্ষার্থী রাশেদ বলেন, ‘এখানে পড়তে এলে ভোর পাঁচটা থেকে লাইনে দাড়াতে হয়, আটটা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। তারপরও কপালে আসন মেলে না। লাইন এখান থেকে ডাকসু পর্যন্ত যায়। আমাদের দাবি প্রশাসনের কাছে, যেন এই বিষয়গুলোতে লক্ষ্য রেখে আধুনিক একটি লাইব্রেরি নির্মাণ করে এবং নির্মাণ হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য একটি ভবন ব্যবহার করতে দেয়।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বহিরাগতের সমস্যা। আজও অনেক বহিরাগতকে বের করে দেয়া হয়েছে। আমাদের দাবি, প্রশাসন যেন বহিরাগতের সমস্যাটির শক্ত হাতে সমাধান করে।’ সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়