আক্তারুজ্জামান : ভারতের কল্যাণীতে বাংলাদেশি কিশোরদের আধিপত্য চলছে। অনূর্ধ্ব ১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের জালে ৫টি এবং শ্রীলঙ্কাকে ৭টি গোল দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে আল আমিনরা। আজ গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে মোস্তফা পারভেজের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে তিনটায়।
আজ নেপালের বিপক্ষে জিতলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। নেপাল এ পর্যন্ত দুই ম্যাচ খেলেছে। ভারতের কাছে প্রথম ম্যাচে হেরেছে ৫-০ গোলে, তারা পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য জিতেছে ২-১ গোলে। ৩ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে তিনে নেপাল। আজ দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে স্বাগতিক ভারত।
এবারের টুর্নামেন্টে নেপাল কিছুটা পিছিয়ে থাকলেও বয়সভিত্তিক সাফের অতীত ইতিহাস অবশ্য নেপালেরই পক্ষে। এ পর্যন্ত চারবার নেপালের মুখোমুখি হয়ে তিনবারই হেরেছে বাংলাদেশ। জয় মাত্র এক ম্যাচে। ২০১১ সালে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে। ২০১৩ সালে সেমিফাইনালে নেপাল জেতে ৫-১ গোলে। ২০১৭ সালে সেমিফাইনালে বাংলাদেশ হারে ৪-২ গোলে। শুধু গত বছর গ্রুপ পর্বে নেপালকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
এবারের আসরে অংশ নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশসহ ৫টি দল। অন্য দেশগুলো আয়োজক ভারত, নেপাল, ভুটান আর শ্রীলঙ্কা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে টুর্নামেন্টটি। পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনালে।
আপনার মতামত লিখুন :