শিরোনাম
◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ০৮:১৭ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্ধশতাধিক স্কুলছাত্রের চুল কাটলেন পরিচালনা পরিষদের সভাপতি, বিচার দাবি জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

আরিফা রাখি : শিক্ষার্থীদের চুল বড় থাকায় রোববার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি হাইস্কুলের স্কুলের শ্রেণিকক্ষে অর্ধশতাধিক ছাত্রের মাথার চুল পরিচালনা পরিষদের সভাপতি এবাদুল হক। এ ঘটনায় সোমবার (২৬ আগস্ট) ভুক্তভোগী ছাত্ররা ক্লাস বর্জন করে সভাপতির বিচার দাবি জানিয়েছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, স্কুলের দুই-একজনের মাথার চুল বড় থাকায় সভাপতি সেলুন থেকে কাঁচি এনে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় সব ছাত্রের মাথার চুল কেটে দেন। এ ঘটনায় অনেক ছাত্র লজ্জায় স্কুলে আসছে না, আবার অনেকেই সেলুনে গিয়ে চুল ঠিকমতো কাটিয়ে নিয়েছে। সভাপতির এমন কর্মকাণ্ডের বিচার না হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস করবে না বলে জানিয়েছে।

এ বিষয়ে অভিভাবকরা বলেন, ছেলেমেয়েরা কোনও অপরাধ করলে পরিচালনা পরিষদ বা শিক্ষকরা আমাদের জানাতে পারতেন। গত সপ্তাহে আমাদের ছেলের চুল কাটানো হয়েছে। প্রধান শিক্ষক ও সভাপতি তারও চুল কেটে দিয়েছেন। এখন লজ্জায় সে আর এই স্কুলে আসতে চাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকরা বলেন, কোনও ধরনের নিয়মনীতি না মেনে প্রধান শিক্ষক ও সভাপতি তাদের ইচ্ছেমতো স্কুল চালাচ্ছেন। স্কুলে দুই-একজন ছাত্রের চুল বড় থাকতে পারে, তাই বলে অর্ধশতাধিক ছাত্রের মাথার চুল কাটা কোনও কথা হতে পারে না।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আফসার আলী সরদার বলেন, সভাপতি কী হিসাবে ছাত্রদের মাথার চুল কাটলো সেটা আমার মাথায় আসে না। তিনি তার মতো করে চলেন, এ বিষয়ে আমাদের সঙ্গে সভাপতির কোনও আলাপ হয়নি।

স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পুঠিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক এবাদুল হক বলেন, আমি গত দুমাস আগে সভাপতির দায়িত্বে এসেছি। আমি চাই স্কুলের একটা নিয়ম থাকুক। আমি সব সময় শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো দেখি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক বলেন, চুল কাটার ঘটনা নিয়ে কিছু ছাত্র ক্লাসবর্জন করেছিলো। পরে বিষয়টি মীমাংসা করা হয়।

এদিকে এক সপ্তাহ আগে বাঘা উপজেলার সেলুন মালিকদের নিয়ে সচেতনতামূলক এক মতবিনিময় সভা করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।

এ বিষয়ে তিনি বলেন, আমি ফ্যাশনের বিপক্ষে নই, তবে অনেকে উদ্ভট স্টাইলে চুল কাটে। তাই যেসব ছেলেরা এ ধরনের চুল কাটে, তাদের অনুৎসাহিত করার জন্য সেলুন মালিকদের বলা হয়েছিল।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, এটা ঠিক হয়নি। অতি উৎসাহিত হয়ে কোনও কাজ করা ঠিক না।

সম্পাদনা : মিঠুন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়