শিরোনাম
◈ ফের সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট ◈ ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই যুবকের ◈ ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদশে, পিছিয়েছে ভারত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর ◈ এবার মার্কিন পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করল চীন ◈ বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান ◈ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ০৫:৫০ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের তৃতীয় ম্যাচেও জয়ের ধারায় থাকলো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : আসন্ন নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে জায়গা পেতে বাছাইপর্বে খেলতে হচ্ছে বাংলাদেশ দলকে। বাছাইপর্ব খেলতে বাংলাদেশ দল বর্তমানে নেদারল্যান্ডসে অবস্থান করছে। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগ্রেসরা। সেখানে প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে সালমা খাতুনের দল।

প্রথম প্রস্তুতি ম্যাচ থাইল্যান্ডের নারীদের বিপক্ষে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৫ রানের জয় পায় বাংলাদেশ নারী দল।

তৃতীয় প্রস্তুতি ম্যাচটিতে থাইল্যান্ডকে ৩ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে থাইল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮৭ রান।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৯ রানে তুলে নেন দুটি উইকেট। ১৩ রানের বিনিময়ে দুটি উইকেট পান সালমা খাতুন। খাদিজাতুল কুবরা ১৬ রান খরচায় দখল করেন একটি উইকেট।

হাতের নাগালে লক্ষ্য পেয়ে ১৮ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন ৩৭ বলে। রিতু মনি ১২ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।

শায়লা শারমিনের ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১১ রান। ৮ দল নিয়ে ৩১ আগস্ট থেকে স্কটল্যান্ডে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ নারী দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়