শিরোনাম
◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও)

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ০৫:৫০ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের তৃতীয় ম্যাচেও জয়ের ধারায় থাকলো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : আসন্ন নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে জায়গা পেতে বাছাইপর্বে খেলতে হচ্ছে বাংলাদেশ দলকে। বাছাইপর্ব খেলতে বাংলাদেশ দল বর্তমানে নেদারল্যান্ডসে অবস্থান করছে। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগ্রেসরা। সেখানে প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে সালমা খাতুনের দল।

প্রথম প্রস্তুতি ম্যাচ থাইল্যান্ডের নারীদের বিপক্ষে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৫ রানের জয় পায় বাংলাদেশ নারী দল।

তৃতীয় প্রস্তুতি ম্যাচটিতে থাইল্যান্ডকে ৩ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে থাইল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮৭ রান।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৯ রানে তুলে নেন দুটি উইকেট। ১৩ রানের বিনিময়ে দুটি উইকেট পান সালমা খাতুন। খাদিজাতুল কুবরা ১৬ রান খরচায় দখল করেন একটি উইকেট।

হাতের নাগালে লক্ষ্য পেয়ে ১৮ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন ৩৭ বলে। রিতু মনি ১২ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।

শায়লা শারমিনের ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১১ রান। ৮ দল নিয়ে ৩১ আগস্ট থেকে স্কটল্যান্ডে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ নারী দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়