ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম মহানগরীর কোতায়ালী থানাধীন ফিসারীঘাটের মদের আস্তানায় এর অভিযান চালিয়েছে র্যাবের একটি টিম। অভিযানে ৩০ হাজার লিটার বাংলা মদ উদ্ধার এবং ৪৫ জনকে আটক করা হয়েছে বলে র্যাব জানায়। পাঠক ডট নিউজ
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র্যাব এই অভিযান শুরু করে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাসুকুর রহমান অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে অভিযান শুরুর খবর পেয়ে মাদক ব্যবসায়ী অনুপ সেন পালিয়ে গেছে। তবে অস্তানা ঘেরাও করে র্যাব সদস্যরা ৪৫ জন মদ সেবনকারী মাতোলকে আটক করে নিয়ে যায়।