মাহবুবুর রহমান, নোয়াখালী : নিঝুম দ্বীপের দক্ষিণে গভীর সমুদ্রে জেলেসহ ট্রলার অপহরণ করেছে ডাকাত দলের সদস্যরা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া নিঝুম দ্বীপের দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে `এম ভি মা বাবার দোয়া’ নামের একটি ট্রলার এবং মাঝি এরশাদকে মাছসহ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা অপহরণ করেন।
ট্রলারটির মালিক সাহেদ জানান, জাহাজমারা আমতলী ঘাট থেকে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গেলে তাদের অপহরণ করে কিন্তু তারা নেটওয়ার্কে আসে রাত ১০.৩০ মিনিটে। এ মুহূর্তে মাঝি ও ট্রলারসহ ডাকাত সদস্যের কাছে আটক আছে। ধারণা করা হচ্ছে, অপহরণকারীরা বন্দরটিলা, রহমতঘাট, বাঁশখালী ও নিঝুম দ্বীপের সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।
এ বিষয়ে কোস্ট গার্ডের অফিসার ফারুক বলেন, ডাকাতদল মাঝি ও ট্রলার অপহরণ করেছে। আমরা বিষয়টি দেখছি।
সম্পাদনা : মিঠুন
আপনার মতামত লিখুন :