শিরোনাম
◈ চুরি যাওয়া অর্থ ফেরাতে বিশ্বনেতাদের সহায়তা চাইলেন ড. ইউনূস ◈ তানজিদ তামিম বিপিএলে সর্বোচ্চ রান ও ছক্কা হাঁকানোর শীর্ষে ◈ আবার বাড়লো স্বর্ণের দাম   ◈ নারীর পোড়া লাশ পড়ে ছিল ঝোপের ভেতর, ওড়না-জুতা পড়ে আছে পাশে  ◈ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহন করবে কি করবে না ? সাংবাদিক মাসুদ কামাল এ বিষয়ে যা বললেন ◈ ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা (ভিডিও) ◈ ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে আতঙ্কে বাংলাদেশিরা ◈ চালকের অনাকাঙ্ক্ষিত আচরণে গাড়ি থেকে নায়িকার লাফ ◈ হৃদস্পন্দন থেমে যাওয়া লড়াইয়ে খুলনাকে হারালো ফরচুন বরিশাল ◈ সাইফের ১৫ হাজার কোটি টাকার পারিবারিক সম্পদ ভারত সরকার দখল নেবে!

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৫:০০ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিপিএল খেলতে আফিফকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি

নিজস্ব প্রতিবেদক : একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেয়েছিলেন আফিফ হাসান ধ্রুব। কিন্তু তরুণ এই ক্রিকেটারের এবারের আসরে খেলা হচ্ছে না। কারণ হলো ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার অনাপত্তি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৪ সেপ্টেম্বর শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সিপিএল। যেখানে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের দলে ডাক পেয়েছেন আফিফ। দলের সাথে যোগ দেয়ার জন্য দুইদিন আগেই দেশ ছাড়ার কথা ছিলো তার। কিন্তু দেশের ক্রিকেটে ব্যস্ত থাকায় সেটা আর হয়ে উঠেনি।

বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত আছেন খুলনার এই ক্রিকেটার। তিন ম্যাচের ওডিআই ভালো পারফর্ম করেছেন তিনি। এখন প্রস্তুতি নিচ্ছেন চার দিনের ম্যাচের। দীর্ঘ পরিসরের ম্যাচটি অনুষ্ঠিত হবে নিজ শহর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এই সিরিজের জন্যই তাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।

আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হবে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। শোনা যাচ্ছে এই টি-টুয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পেতে পারেন আফিফ। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ক্যাম্পের জন্য ঘোষিত ৩৫ জনের প্রাথমিক স্কোয়াডেও আছেন এই উদীয়মান ক্রিকেটার।

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। অপরদিকে, সিপিএলের পর্দা নামবে আগামী ৪ অক্টোবর। এইচপি দলের সিরিজ শেষে যদি জাতীয় দলে ডাক পান তারপরেও সিপিএলে যাওয়ার সময় থাকছে আফিফের। তবে শেষ পর্যন্ত তারা আর যাওয়া হবে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
সম্পাদনা : মারুফুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়