শিরোনাম
◈ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের  উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান ◈ নির্বাচনী মাঠ প্রস্তুত হচ্ছে, আস্থা রাখতে চায় দলগুলো ◈ বর্ডার-গাভাস্কার সিরিজ, ভারতের চাপে অস্ট্রেলিয়া ◈ কপ২৯: ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ ◈ মামলা করলে ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার করে পাওয়া যাবে ◈ কলকাতার মেট্রোরেলে নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলা নিয়ে বাকবিতণ্ডা (ভিডিও) ◈ বাংলাদেশসহ ১২৪ দেশে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু, দেশগুলো হল.. ◈ ‘বুক কাঁপে না  মিথ্যাচার করতে?’ ট্রলের জবাবে  উপস্থাপিকা দীপ্তি ◈ এবার পশ্চিমাদের ওপর হামলার ইঙ্গিত পুতিনের ◈ পাঁচটি দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ১০:৫১ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর-৩ আসন জাতীয় পার্টির কাছে খুবই গুরুত্বপূর্ণ, বললেন জিএম কাদের

ইউসুফ আলী বাচ্চু : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, `রংপুর-৩ আসন দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনী তফসিল ঘোষণার আগেই আমরা মনোনয়ন বোর্ড গঠন করেছি। তারাই যাচাই-বাছাই করে জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ করবে। জাতীয় পার্টির এ আসনে জয়ী হতেই নির্বাচন করবে দল।’

রোববার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, দলের গঠনতন্ত্র অনুসারে বিরোধী দলীয় নেতা নির্বাচন করবে জাতীয় পার্টি।

এর আগে ওই কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি বাস্তবায়নে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, ৩১ আগস্ট সারাদেশের প্রতিটি থানা ও উপজেলায় এরশাদের কুলখানিতে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

তিনিও আশা প্রকাশ করে সাংবাদিকদের বলেন, রংপুর-৩ আসনটি জাতীয় পার্টির দূর্গ। এ আসনে দলের প্রার্থীই বিজয়ী হবেন।
সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু ও অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল আলম রুবেল ও আহসান আদিলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু ও সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শামসুল হক, মোস্তাফিজুর রহমান নাঈম ও হাজী নাসির উদ্দিন সরকার, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, সম্পাদক হুমায়ুন খান, হাফেজ ক্বারী ইসারুহুল্লাহ আসিফ, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম পাঠান, মহানগর নেতা আবু জাফর কামাল, হাজী সিরাজ, মাহফুজ মোল্লা, মো. ইব্রাহিম, মো. খলিল মোল্লা, হুমায়ুন কবির, আব্দুল আজিজ, আব্দুস সাত্তার, মামুনুর রহমান, রফিকুল ইসলাম, মানিক, নবুল্লাহ, মোতাহার হোসেন, আব্দুল বারেক, এস এম হাশেম, জহিরুল ইসলাম মিন্টু।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়