রেন্টিনা চাকমা : মঞ্চস্থ হল বটতলা’র নন্দিত নাটক ‘খনা’র ৭১তম প্রদর্শনী। ২৪ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে এটি প্রদর্শিত হয়। নাটকটি রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
খনা। যার অন্য নাম লীলাবতী। কিংবদন্তীর ঘেরাটোপে বন্দী এক পুরোনো গল্প। যেখানে প্রকাশ পেয়েছে একজন নারীর নির্মম পরিণতি। লীলাবতী শুধুই কি একজন নারী ? যিনি মিশেছিলেন চাষাভুষোর সঙ্গে। সেই কি তার কাল? পুরুষতন্ত্র কিংবা শ্রেণী কাঠামো উভয়ই দাঁড়ায় লীলাবতীর বিপরীতে ? সেই উত্তর খুঁজেছে এই নাটক।
অপরদিকে খনার সত্যের কথা দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে মঞ্চের পর্দায়। যে সত্য থেকে যায় শুধু কৃষকের মুখে। তবু প্রশ্ন থেকে যায়, খনার সত্যই কি একক সত্য? নাকি আজকে যা নির্ভুল, কাল তা হতে পারে অসত্য? শৃুধু সত্যের পক্ষে দাঁড়ানোর যে মৃত্যুনেশা তাঁর সে নেশা কি একরোখা জেদ? নিজেকে প্রশ্নের সম্মুখীন করেন খনা।
খনার মঞ্চ ও আলোক পরিকল্পনায় আবু আউদ আশরাফী, সুর ও সংঙ্গীত পরিকল্পনা করেছিলেন ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদীন রাখাল। পোশাক পরিকল্পনায় তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান ভূঁইয়া। কোরিওগ্রাফি করেছেন মোহাম্মদ রাফি ও নাসির উদ্দিন নাদিম। প্রপসে হুমায়রা আখতার এবং পোষ্টার তৈরি করেছেন তৌহিন হাসান।
নাটকটিতে অভিনয় করছেন - সামিনা লুৎফা নিত্রা, ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, তৌফিক হাসান, শেউতি শা’গুফতা, মিজানুর রহমান, সুমিত তেওয়ারি রানা, ম. সাঈদ, পঙ্কজ মজুমদার, হামিদুল ইসলাম হিল্লোল, হুমায়ূন আজম রেওয়াজ, নাফিউল ইসলাম, হাফিজা আক্তার ঝুমা, চন্দন পাল। সুর ও সঙ্গীতে ছিলেন শারমিন ইতি, হুমায়ূন আজম রেওয়াজ, শে’উতি শাহগুফতা, লো ফতা, লোচন পলাশ।
খনা নাটকটি ইতিমধ্যেই দেশ এবং দেশের বাইরের বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হয়েছে এবং দর্শকদের ব্যপাক প্রশংসা কুড়িয়েছে।
আপনার মতামত লিখুন :