লিহান লিমা: বিশ্বের হাতে থাকা বর্তমান প্রতিষেধক দিয়ে নিকট ভবিষ্যতে ম্যালেরিয়া দূর করা যাবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু’র প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের হাতে থাকা নতুন টিকা দিয়ে ম্যালেরিয়া রোগ নির্মূল মাত্র ৪০ শতাংশ কার্যকরী। ডেইলি মেইল
সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতিবছর ম্যালেরিয়ার কারণে বিশ্বে ৪ লাখ ৩৫ হাজার মারা যায়। এর মধ্যে ৫ বছরের নিচের ৬১ ভাগ শিশুর মৃত্যুর কারণ ম্যালেরিয়া। বিশ্বজুড়ে ম্যালেরিয়াজনিত মৃত্যুর ৯০শতাংশই সাব-সাহারা আফ্রিকায়।
হু বলেছে, ম্যালেরিয়া নির্মূলে এখনো কোন নির্দিষ্ট সময়সীমা বা লক্ষ্যমাত্রা দেয়া সম্ভব নয়। তিন বছর ধরে ম্যালেরিয়ার বিরুদ্ধে বৈশ্বিক অবস্থান বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রকাশ করে হু। হু জানায়, ম্যালেরিয়ার মতো মশাবাহিত জীবনঘাতি রোগ নির্মূলে তহবিলের পরিমাণ বর্তমানে ১ শতাংশের ও কম। হু ম্যালেরিয়ার মতো রোগ নির্মূলে স্বাস্থ্যখাতে বৈশ্বিক বিনিয়োগের আহবান জানায়।
আপনার মতামত লিখুন :