শিরোনাম
◈ বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত ◈ যে কারণে লাল গালিচা ব্যবহার করে খাল খননের উদ্বোধন করেন ৩ উপদেষ্টা ◈ নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার করতে হবে: তারেক রহমান ◈ আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে কাজ করছে : হাসনাত ◈ নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ কমিশনের বিষয় নয়: ইসি সানাউল্লাহ (ভিডিও) ◈ শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, কঠোর আন্দোলনের হুঁ.শিয়ারি শিক্ষার্থীদের (ভিডিও) ◈ রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা টাকা না পাওয়ায় হোটেল ছাড়ছেন না ◈ ভারত থেকে চালবাহী দুটি জাহাজ এল মোংলা বন্দরে ◈ প্রবাসী মন্ত্রণালয়ের বিদেশগামীদের জন্য সতর্কবার্তা

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০১৯, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন করে অস্ত্র প্রতিযোগিতা উস্কে দেয়ার জন্য পরস্পরকে দুষলো রাশিয়া ও যুক্তরাষ্ট্র

লিহান লিমা: শীতল যুদ্ধ যুগের পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘অস্ত্র প্রতিযোগিতা’র জন্য পরস্পরকে দোষারোপ করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র নতুন অস্ত্র প্রতিযোগিতার জন্য প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, ‘মস্কো নিজেদের অস্ত্রভাণ্ডার ক্রমাগত হালনাগাদ করে যাচ্ছে।’ এএফপি, ডয়েচে ভেলে

গত মাসে ‘ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে সরে যায় মস্কো ও ওয়াশিংটন। দুই পক্ষই চুক্তি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করে। চুক্তি থেকে সরে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে সঙ্গে নিয়ে একটি নতুন পারমাণবিক চুক্তির করার আশাবাদ ব্যক্ত করলেও চীন নতুন কোন পরমাণু অস্ত্র চুক্তিতে অংশ নেয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

জাতিসংঘে রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র মাঝারি-পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা নিয়ে আইএনএফ চুক্তিতে নিষেধাজ্ঞা ছিলো। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি রাষ্ট্রদূত দিমিত্র পলিনেস্কি যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে বলেন, এই সপ্তাহে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা অস্ত্র প্রতিযোগিতার জন্য প্রস্তুত।’

পলিনেস্কির অভিযোগের প্রেক্ষিতে জাতিসংঘ নিযুক্ত মার্কিন ডেপুটি রাষ্ট্রদূত জোনাথন কোহেন বলেন, রাশিয়া কয়েক দশক আগেই আইএনএফ চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। তারা ভিন্ন ভিন্ন স্থানে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েণ করেছে। তিনি আরো বলেন, রাশিয়া ও চীন এমন একটি বিশ্ব তৈরি করতে চাইছে যেখানে কিনা যুক্তরাষ্ট্র অস্ত্র তৈরিতে বিরত থাকলেও তারা স্বচ্ছন্দ্যে এটি করবে।

এই সময় কোহেন চীনকে সঙ্গে নিয়ে একটি নতুন কড়াকড়ি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আহ্বান জানান। তবে জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত জাং জুন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে এমন কোন চুক্তিতে অংশ নেয়ার কোন ইচ্ছেই নেই বেইজিংয়ের।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়