শিরোনাম
◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-সি-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও) ◈ সরকার কোনোভাবেই কাজ ছাড়া সময় পেতে পারে না: এনসিপি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯, ০১:২৩ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০১৯, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেনিস মহিলা একক বাছাইয়ে শীর্ষে ওসাকা

স্পোর্টস ডেস্ক : চলমান ইউএস ওপেন টেনিসে মহিলা এককে শীর্ষ বাছাই হিসেবে খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা। গতবার যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের মত গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয় করেন ওসাকা। সরাসরি সেটেই সেরেনাকে হারিয়ে দেন তিনি। ৬-২ ও ৬-৪ গেমে জয় পান ২১ বছর বয়সী ওসাকা। ইউএস ওপেন ছাড়াও চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন ওসাকা। সূত্র : বাসস

দ্বিতীয় বাছাই হিসেবে কোর্টে নামবেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্তি। ইউএস ওপেনে ভালো সাফল্য নেই তার। ২০১৮ সালে চতুর্থ রাউন্ড খেলতে পারাটাই তার সেরা সাফল্য। তবে ক্যারিয়ারে একবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড রয়েছে বার্তির। চলতি বছরই ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেন তিনি।

তৃতীয় বাছাই হয়েছেন চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভা। ২০১৬ সালে ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেননি তিনি। ফলে গ্র্যান্ড স্ল্যামে এটিই তার সেরা সাফল্য।

চতুর্থস্থানে রয়েছেন দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রোমানিয়ার সিমোনা হালেপ। তবে ইউএস ওপেনে সেমিফাইনালের গন্ডি পর্যন্তই যেতে পেরেছেন তিনি। তাও সেটি ২০১৫ সালে। ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০১৯ সালে উইম্বলডনের শিরোপা জয় করেন হালেপ।

২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা উইলিয়ামস রয়েছেন অষ্টম স্থানে। ২০১৪ সালে সর্বশেষ ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন সেরেনা।
মহিলা এককে শীর্ষ দশ বাছাই :

বাছাই খেলোয়াড়
১. নাওমি ওসাকা (জাপান)
২. অ্যাশলে বার্টি (অস্ট্রেলিয়া)
৩. ক্যারোলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র)
৪. সিমোনা হালেপ (রোমানিয়া)
৫. এলিনা সভেৎলিনা (ইউক্রেন)
৬. পেত্রা কেভিতোভা (চেক প্রজাতন্ত্র)
৭. কিকি বার্টেন্স (নেদারল্যান্ডস)
৮. সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র)
৯. আরিনা সাবালেঙ্কা (বেলারুশ)
১০. ম্যাডিসন কেইস (যুক্তরাষ্ট্র)

  • সর্বশেষ
  • জনপ্রিয়