রেন্টিনা চাকমা : পারস্যের মহাকবি শেখ সাদীর জীবন ও কাজ নিয়ে রাজধানীর জাতীয় নাট্যশালার মঞ্চে আসছে নাট্যদল চনন্দ্রকলা থিয়েটারের নতুন নাটক ‘শেখ সাদী’। লিখেছেন অপূর্ব কুমার কুন্ডুু। নির্দেশনা ও নামভূমিকায় একক অভিনয় করবেন এইচ আর অনিক। ‘শেখ সাদী’ চন্দ্রকলা থিয়েটারের ১৮ তম মঞ্চ প্রযোজনা। তবে নাটকটির প্রথম প্রদর্শনী হবে ২৯ আগস্ট ।
নাট্যকার অপূর্ব কুমার কুন্ডুু দৈনিক আমাদের নতুন সময়কে জানান, ‘শুধুমাত্র পোষাক নয়, কর্মই একজন মানুষের মূল পরিচয়’। কবি শেখ সাদীর এই বার্তাটি নতুনভাবে তুলে ধরার জন্যই এই নাটকটি লেখার তাগিদ অনুভব করেছি। যাতে মানুষের মাঝে উপলব্ধির যায়গাটা তৈরী হয়।
নাটকটিতে একক অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে এইচ আর অনিক বলেন, একক অভিনয় খুব কঠিন কাজ। ফেরদৌসী মজুমদারের বিভিন্ন একক অভিনয় দেখে অনুপ্রাণিত হয়েছি। নির্দেশনার জন্য বিভিন্ন পরামর্শ নিয়েছি কোলকাতার থিয়েটার পরিচালক গৌতম হালদারের কাছ থেকে। এছাড়া বাংলাদেশের বিখ্যাত নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের কাছেও নির্দেশনা সংক্রান্ত সহায়তা নিয়েছি। পড়াশোনা করেছি শেখ সাদীকে নিয়ে। এভাবে কবির জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করেছি।
নাটকটির প্রযোজনা সহযোগী ঢাকার ইরানিয়ান কালচারাল সেন্টারের জনসংযোগ কর্মকর্তা সাইদুল ইসলাম বলেছেন, প্রথমে আমাদের কাছে স্ক্রিপ্টটি আসার পরে একটি রিভিউ কমিটি গঠন করা হয়। কিছু সংশোধনের পর নাটকটি চুড়ান্তভাবে নির্বাচিত হয়। নাটকটি প্রদর্শনীর দিনে সাজসজ্জার কাজটি এমনভাবে করা হবে, যেন ইরানি আইটেমের একটা আমেজ পাওয়া যায়। শুধুমাত্র এবার নয়, বাংলাদেশের আরো অন্যান্য কাজেও সহযোগীতার আশ্বাস দিয়েছে ইরানিয়ান কালচারাল সেন্টার।
প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে ইরানের ফজর থিয়েটার ফেস্টিভ্যালে ‘শেখ সাদী’ নাটকটি অংশগ্রহণ করার সম্ভাবনা আছে।