শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ১১:১৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন হতে যাচ্ছে পারস্যের কবি ‘শেখ সাদী’

রেন্টিনা চাকমা : পারস্যের মহাকবি শেখ সাদীর জীবন ও কাজ নিয়ে রাজধানীর জাতীয় নাট্যশালার মঞ্চে আসছে নাট্যদল চনন্দ্রকলা থিয়েটারের নতুন নাটক ‘শেখ সাদী’। লিখেছেন অপূর্ব কুমার কুন্ডুু। নির্দেশনা ও নামভূমিকায় একক অভিনয় করবেন এইচ আর অনিক। ‘শেখ সাদী’ চন্দ্রকলা থিয়েটারের ১৮ তম মঞ্চ প্রযোজনা। তবে নাটকটির প্রথম প্রদর্শনী হবে ২৯ আগস্ট ।

নাট্যকার অপূর্ব কুমার কুন্ডুু দৈনিক আমাদের নতুন সময়কে জানান, ‘শুধুমাত্র পোষাক নয়, কর্মই একজন মানুষের মূল পরিচয়’। কবি শেখ সাদীর এই বার্তাটি নতুনভাবে তুলে ধরার জন্যই এই নাটকটি লেখার তাগিদ অনুভব করেছি। যাতে মানুষের মাঝে উপলব্ধির যায়গাটা তৈরী হয়।

নাটকটিতে একক অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে এইচ আর অনিক বলেন, একক অভিনয় খুব কঠিন কাজ। ফেরদৌসী মজুমদারের বিভিন্ন একক অভিনয় দেখে অনুপ্রাণিত হয়েছি। নির্দেশনার জন্য বিভিন্ন পরামর্শ নিয়েছি কোলকাতার থিয়েটার পরিচালক গৌতম হালদারের কাছ থেকে। এছাড়া বাংলাদেশের বিখ্যাত নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের কাছেও নির্দেশনা সংক্রান্ত সহায়তা নিয়েছি। পড়াশোনা করেছি শেখ সাদীকে নিয়ে। এভাবে কবির জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করেছি।

নাটকটির প্রযোজনা সহযোগী ঢাকার ইরানিয়ান কালচারাল সেন্টারের জনসংযোগ কর্মকর্তা সাইদুল ইসলাম বলেছেন, প্রথমে আমাদের কাছে স্ক্রিপ্টটি আসার পরে একটি রিভিউ কমিটি গঠন করা হয়। কিছু সংশোধনের পর নাটকটি চুড়ান্তভাবে নির্বাচিত হয়। নাটকটি প্রদর্শনীর দিনে সাজসজ্জার কাজটি এমনভাবে করা হবে, যেন ইরানি আইটেমের একটা আমেজ পাওয়া যায়। শুধুমাত্র এবার নয়, বাংলাদেশের আরো অন্যান্য কাজেও সহযোগীতার আশ্বাস দিয়েছে ইরানিয়ান কালচারাল সেন্টার।

প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে ইরানের ফজর থিয়েটার ফেস্টিভ্যালে ‘শেখ সাদী’ নাটকটি অংশগ্রহণ করার সম্ভাবনা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়