শিরোনাম

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ১০:৫০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এল ক্ল্যাসিকো উত্তেজনা সরাসরি দেখতে পারবেন না ব্রিটেনের দর্শকরা

আক্তারুজ্জামান : ফুটবল দুনিয়ায় বার্সোলানা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মানেই বিরাট উত্তেজনার বিষয়। সারাবিশ্বের দর্শকরা ওই লড়াইয়ে বুঁদ হয়ে থাকেন। বছরজুড়ে অপেক্ষা করেন স্প্যানিশ ফুটবলের ঐতিহ্যবাহী এ দ্বৈরথ দেখার জন্য। কিন্তু এ মৌসুমে হতভাগ্য বলতে হবে ব্রিটেনের দর্শকদের। কেননা তারা লা লিগার ম্যাচ সরাসরি দেখতে পারছেন না। সম্প্রচার স্বত্ত্ব কেনার ঝামেলা না মেটায় নতুন মৌসুমের ম্যাচগুলো এখনো সম্প্রচার করতে পারছে না ব্রিটেনের টেলিভিশন চ্যানেল স্কাই স্পোর্টস। খবর : এএস.কম ও ব্লেচার রিপোর্ট।

এতোদিন ব্রিটেনে এল ক্ল্যাসিকো দেখানোর দায়িত্বে ছিলো স্কাই স্পোর্টস। কিন্তু লা লিগার সঙ্গে নতুন মৌসুমের জন্য সমঝোতায় পৌঁছাতে পারেনি সম্প্রচার কর্তৃপক্ষ। লা লিগা ও আই টিভি আপাতত সাময়িকভাবে প্রথম তিন সপ্তাহের ম্যাচ দেখার ব্যবস্থা রাখাতে কোনো সমস্যা হচ্ছে না দর্শকদের। তিন বছরের জন্য ইংল্যান্ডে লা লিগা দেখানোর দায়িত্ব পেয়েছিল ইলেভেন স্পোর্টস। কিন্তু এক বছরের মাথায় সে চুক্তি বাতিল হওয়ায় আপাতত তিন সপ্তাহের জন্য দায়িত্ব পেয়েছে আইটিভি।

সমস্যাটার শুরু লা লিগা থেকে। গত বছর লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস ২০ বছর ধরে লা লিগা সম্প্রচার করা স্কাই স্পোর্টসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তেবাস তখন সে দায়িত্ব দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইলেভেন স্পোর্টসকে। এই এক বছরে খরচ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে নিজেদের অস্তিত্ব নিয়েই অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল ইলেভেন স্পোর্টস। খরচের খাতায় সামঞ্জস্য আনার জন্য লা লিগার খেলা দেখানোর একক স্বত্ব ছেড়ে দিয়েছে ইলেভেন, এখন আইটিভি ও প্রিমিয়ার স্পোর্টসের সঙ্গে লেখা দেখানোর স্বত্ব পেয়েছে ইলেভেন।

কিন্তু যুক্তরাজ্যে খেলা দেখানোর জন্য সন্তোষজনক প্রস্তাব না পাওয়ায় চতুর্থ সপ্তাহ থেকে আর খেলা না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে লা লিগা। তৃতীয় সপ্তাহের মধ্যে নতুন কেউ সন্তোষজনক প্রস্তাব নিয়ে হাজির না হলে এ মৌসুমে লা লিগার ম্যাচ দেখার সুযোগ নেই ইংল্যান্ডে। ফলে দেশটির তারকা ফুটবলাররা এল ক্ল্যাসিকো খেললেও তা দেখার সৌভাগ্য হবে না ব্রিটিশ সমর্থকদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়