মুসবা তিন্নি : ভারতের উত্তরপ্রদেশের মীরাটের এক বাসিন্দা স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন আদালতে। তার অভিযোগ, তান্ত্রিকের পরামর্শে তার স্ত্রী তাকে দুবেলা শুধু লাড্ডু খেতে দিচ্ছেন। সারাদিনে তাকে আর কিছুই খেতে দেন না। দিনের পর দিন লাড্ডু খেয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি। এ কারণেই ডিভোর্স চান তিনি। সম্প্রতি এ ঘটনা অবাক করেছে বিচারক থেকে শুরু করে আইনজীবী -সবাইকে। অর্থসূচক
ওই দম্পতির ১০ বছরের বিবাহিত জীবন। তিনটি সন্তানও আছে তাদের। ডিভোর্স দাবী করা ওই ব্যক্তি জানান, কিছুদিন ধরে তিনি অসুস্থতায় ভূগছিলেন। এ কারণে তার স্ত্রী তান্ত্রিকের দ্বারস্থ হন। সেই তান্ত্রিকই তার স্ত্রীকে পরামর্শ দেন তাকে লাড্ডু খেতে দেওয়ার। তান্ত্রিকের কথা মেনে তাকে অন্য কোনও খাবার দেন না তার স্ত্রী। শুধুমাত্র লাড্ডুই খেতে দিচ্ছেন। দিন যত যাচ্ছে, ততই স্ত্রীর তান্ত্রিকের প্রতি নির্ভরতায় অতিষ্ঠ হয়ে ওঠেছেন তিনি। এ কারণে বাধ্য হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। স্বামীর এ ধরনের সমস্যার কথা শুনে পারিবারিক আদালতের বিচারক ও আইনজীবীরা হতবম্ভ হয়ে পড়েন। আদালতের পক্ষ থেকে ওই দম্পতির সঙ্গে কথাও বলা হয়।
একজন আইনজীবী বলেন, আমরা ওই দম্পতিকে সমঝোতার কথা বলতে পারি। কিন্তু ওই নারীর কুসংস্কারাচ্ছন্নতা নিয়ে কিছু করতে পারি না। ওই নারী এতটাই কুসংস্কারাচ্ছন্ন যে তিনি এখনও ধারণা করছেন তান্ত্রিকের কথা মতো একমাত্র লাড্ডু খেলেই তার স্বামী সেরে উঠবেন।
সম্পাদনা : মহসীন/ সুতির্থ
আপনার মতামত লিখুন :