শিরোনাম
◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ◈ পার্বতীপুরে আওয়ামী লীগের চার নেতা সহ ১৩ জন আটক ◈ সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারী সিন্দাবাদের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড ◈ কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ◈ ডিসেম্বর-জানুয়ারিতেই কেন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দলগুলো?

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ০৫:২৬ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেবীগঞ্জে সড়কের গাছ কেটে বিক্রি করে দিচ্ছে অসাধু চক্র

হ্যাপি আক্তার : পঞ্চগড়ের দেবীগঞ্জে সংঘবদ্ধ গাছকাটা চক্রের হাতে দিনে দিনে উধাও হচ্ছে দুই সড়কের ১২ কিলোমিটার এলাকার গাছ। গত কয়েক বছর ধরে কাটা হয়েছে কয়েক কোটি টাকার সরকারি গাছ, এমন অভিযোগ স্থানীয়দের।ডিবিসি নিউজ ৯:০০

কয়েক বছর আগেও পঞ্চগড়ের দেবীগঞ্জের ফুলবাড়ি বাজার থেকে সলিমনগর ও বিনতের মোড় থেকে বাহাদুর পর্যন্ত সড়কের দুই পাশে চোখে পড়তো কড়ই ও আকাশমনিসহ নানা প্রজাতির গাছ। তবে, গাছকাটা চক্র ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ক্রমেই কমতে শুরু করেছে সড়কের গাছ।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, অসাধু কাঠ ব্যবসায়ী, স-মিল মালিক ও স্থানীয় জনপ্রতিনিধির যোগসাজশে অবাধে চলছে গাছ কাটা।

সম্প্রতি নতুন করে ৪০ থেকে ৫০টি গাছ কাটা হলে এলাকাবাসী ক্ষুব্ধ হন এবং গাছ কাটা চক্রের সদস্যদের সঙ্গে তাদের হাতাহাতিও হয়। অভিযোগ পেয়ে ৪১টি গাছের অংশবিশেষ জব্দ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

চক্রের মূল হোতা সুন্দরদিঘী ইউনিয়নের সদস্য নোবেল আলী এরইমধ্যে সিন্ডিকেটের টাকা দিয়ে বড় মার্কেট গড়ে তুলেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য নোবেল আলী। তিনি বলেন, যে অভিযোগগুলো করা হয়েছে সবই ভিত্তিহীন। চেয়ারম্যান পরেশ সরকারও বলছেন, অভিযোগটি ভিত্তিহীন ও চক্রান্ত।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান বলেন, অবৈধভাবে গাছ কাটার বিষয়ে কেউ জড়িত থাকলে বিষয়টি নজরে আনতে আইন অনুযায়ী ব্যবস্থা ব্যবস্তা নেয়া হবে।

তবে, শুধু আশ্বাস নয়, প্রশাসনের কথার সাথে কাজের মিল দেখতে চান দেবীগঞ্জবাসী। সম্পাদনা : রাজু আহ্সান/মঈন

  • সর্বশেষ
  • জনপ্রিয়