শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ১২:৫০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমসিসির আজীবন সদস্য সম্মাননা পেলেন মিচেল জনজন

শিউলী আক্তার : সম্প্রতি মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যের সম্মালনা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। এবার সেই সম্মাননা পাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন।

টুইট বার্তা দিয়ে তথ্য নিশ্চিত করেছে এমসিসি কর্তৃপক্ষ। টুইট লিখেছে, ‘এমসিসি অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার মিচেল জনসনকে ক্লাবের একজন সম্মানিত আজীবন সদস্য হিসেবে ঘোষণা করছে।’

ক্রিকেটের নিয়ম নির্ধারক সংস্থার এমন সম্মাননা পেয়ে বেশ উচ্ছ্বসিত ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপজয়ী দলের সদস্য জনসন। যদিও বেশ অবাক হয়েছেন বাঁহাতি এই পেসার।

জনসন বলেছেন, ‘এটা অসাধারণ অনুভূতি এবং আমি কখনো ভাবিনি একজন সম্মানিত আজীবন সদস্য হিসেবে লর্ডসে বসবো। এমসিসির স্বীকৃতি পাওয়া অনেক আনন্দের। এ অবস্থানে আসতে পেরে আমি সত্যিই সম্মানিত ও গর্বিত।’

অস্ট্রেলিয়ার হয়ে ২০০৫ সালে অভিষেক হওয়া জনসন ২০১৫ সালের শেষ দিকে অবসর নেন। ৭৩ টেস্টে ২৮.৪০ গড়ে ৩১৩ উইকেট শিকার করেছেন তিনি। ২০১৩-১৪ মৌসুমে সেরা সময় কাটিয়েছেন বাঁহাতি এই পেসার।

আট টেস্টে ৫৯ উইকেট নিয়েছেন জনসন। সেই বছর অ্যাশেজে বিধ্বংসী ছিলেন এই ফাস্ট বোলার। তার দুর্দান্ত পারফরমেন্সে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। এ ছাড়া অজিদের হয়ে ১৫৩ ওয়ানডেতে ২৩৯টি এবং ৩০টি টি-টুয়েন্টি ম্যাচে ৩৮টি উইকেট শিকার করেন সাবেক এই পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়