শিরোনাম
◈ দেশের ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু ◈ সারাদেশের সব পলিটেকনিকে টানা এবার শাটডাউন ঘোষণা ◈ সরকার যেসব শর্ত দিয়েছে মানবিক করিডোরের জন্য  ◈ কাঙ্ক্ষিত বাণিজ্যের জন্য পাকিস্তান-বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা ◈ আমরা আরেকটা গাজা হতে চাই না: রাখাইনে ‘মানবিক করিডর’ প্রসঙ্গে ফখরুল (ভিডিও) ◈ অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বললেন ◈ প্রথম আলোর ঈদ কার্টুন ইস্যুতে সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন, ৪ মে আদেশ ◈ সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য বেতন গ্রেড নিয়ে সুখবর ◈ বিল পরিশোধ না করায় ইউনাইটেড গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ◈ ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৫:১৬ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণদের ফিটনেসেই সমস্যা, বললেন চাসিন্দা

শিউলী আক্তার : শ্রীলঙ্কা ইমার্জিং দল সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে। সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল। তবে বাংলাদেশ দলের ফিটনেসের বড় সমস্যা দেখছেন লঙ্কা দলের কোচ চামিন্দা দাস। তিনি মনে করেন বাংলাদেশে অনেক ট্যালেন্টেড খেলোয়াড় আছে কিন্তু প্রত্যেকের ফিটনেসের অভাব রয়েছে। তবে একই সমস্যা বর্তমান লঙ্কান ক্রিকেটারদেরও হচ্ছে বলে মনে করেন তিনি।

সাবেক এই লঙ্কান পেসার বর্তমানে শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দলের কোচ হিসেবে বাংলাদেশ সফরে রয়েছেন। স¤প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তার কণ্ঠে উঠে আসে এ দেশের ক্রিকেটের বিভিন্ন বিষয়।

ভাস মনে করেন, ফিটনেসে মনোযোগ দিলে বাংলাদেশের ক্রিকেটারদের সাফল্যের হার আরও বৃদ্ধি পেতে পারে। তিনি বলেন, ‘আমি দেখেছি বাংলাদেশ দলে বেশ কিছু ট্যালেন্টেড ক্রিকেটার আছে। তাদের স্কিলও ভালো। তবে তাদের ফিটনেস বাড়াতে হবে।’

শুধু বাংলাদেশই নয়, নিজ দেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও তিনি ফিটনেসকে একইভাবে দেখছেন। ভাসের ভাষ্য, ‘এটা যে বাংলাদেশের ছেলেদের কথা বলছি, তা নয়। লঙ্কানদের জন্যও একই কথা প্রযোজ্য। ছেলেরা বয়সে নবীন।’

ফিটনেস না থাকলে পারফরম্যান্সে কতটা বাজে প্রভাব পড়তে পারে, সেটি জানিয়ে ভাস বলেন, ‘২১-২২ বছর বয়স। তাদের প্রত্যেকের ফিটনেস লেভেলটা উন্নত করা খুব প্রয়োজন। ফিটনেস না থাকলে আপনার স্কিল কোনো কাজে আসবে না।’

৪৫ বছর বয়সী ভাস ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। খেলোয়াড়ি জীবন ছাড়ার আগে শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ১১১টি টেস্ট, ৩২২টি ওয়ানডে ও ৬টি টি-টুয়েন্টি। লঙ্কানদের হয়ে তার সমৃদ্ধ পরিসংখ্যানের কারণে তাকে দেশটির সর্বকালের অন্যতম সেরা পেসার হিসেবে বিবেচনা করা হয়।
সম্পাদনা : সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়