আসিফুজ্জামান পৃথিল : পাঞ্জাবের সুলতেজ নদীর বাঁধ পাকিস্তানকে না জানিয়ে খুলে দেয়ার অভিযোগ অস্বীকার করেছে ভারত। পাকিস্তানের অভিযোগ, ভারত কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনায় পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। স্ক্রল।
ইসলামাবাদের অভিযোগ ছিলো পানি ছেড়ে নয়াদিল্লি আসলে ৫ম প্রজন্মের যুদ্ধ পদ্ধতি শুরু করেছে। সুলতেজ সিন্ধু পানি চুক্তির গুরুত্বপূর্ণ একটি অংশ। ভারত জানিয়েছে, চুক্তি অনুযায়ী সুলতেজের বাঁধ খোলার আগে পাকিস্তানকে জানানোর কথা। বিশেষত যখন অতিরিক্ত পানি প্রবাহে অপরপক্ষের ক্ষতি হতে পারে তখন না জানানোর কোনোই কারণ নেই। ভারতের পানি সম্পদ মন্ত্রনালয় এক বিবৃতিতে বলেছে, ‘চলতি বন্য মৌসুমে এখন পর্যন্ত ফ্লাডগেট খুলে দেওয়া বা অতিরিক্ত পানি প্রবাহিত করার কোনো ঘটনা দেখা যায়নি। সোমবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় সুততেজ নদীর পানি বন্যাসীমা পার করে যায়। পাকিস্তানে যা হয়েছে প্রাকৃতিকভাবেই হয়েছে।’
তবে পাাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক খুররম শাহজাদ ভারতের দাবি প্রত্যাখান করেছেন। তিনি বলেন, ‘তারা আমাদের কূটনৈতিকভাবে কোনঠাসা করতে চাচ্ছে। তারা আমাদের অর্থনৈতিকভাবে ধংস করতে চায়। এই পানি আমাদের অর্থনীতি, কৃষি এবং জনজীবনকে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ করবে।’ সম্পাদনা : ইকবাল খান
আপনার মতামত লিখুন :