আক্তারুজ্জামান : আর মাত্র দুসপ্তাহ পরেই বন্ধ হবে দলবদলের মৌসুম। বার্সেলোনা ও পিএসজির যা করা দরকার এ সময়ের মধ্যেই করতে হবে। কিন্তু এতো টাকা হয়তো খরচ করতে পারবে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কেননা গ্রিজম্যানকে কেনার পর তহবিলে আর বেশি অর্থ নেই কাতালানদের। স্প্যানিশ গণমাধ্যম মার্কা তেমনই বলছে। কিন্তু ইংলিশ গণমাধ্যম স্কাইয়ের খবর বলছে, আপাতত ব্রাজিল তারকাকে এক বছরের জন্য ধারে আনার কথা ভাবছে বার্সেলোনা।
স্কাই স্পোর্টসের মতে, নেইমার যেহেতু এখনো পিএসজির হয়ে মাঠে নামেননি, তাই দলবদলের শেষে তিনি পিএসজিতে থাকলে ব্যাপারটা সবার জন্যই খারাপ হবে, ‘ও দল ছাড়বেই। ফ্রান্স আর স্পেনে দলবদল শেষ হবে সেপ্টেম্বরের দুই তারিখে, দলবদলের পরে ও পিএসজিতে থাকলেই বরং আশ্চর্যের বিষয় হবে।’
পিএসজি প্রথম থেকেই সাফ জানিয়ে দিয়েছে, নেইমারের বিনিময়ে বার্সেলোনার কাছ থেকে তারা শুধুই অর্থ চায়, আর কিছু না। যে খেলোয়াড়কে মাত্র দুই বছর আগেও ২২ কোটি ২০ লাখ ইউরো দিয়ে দলে এনেছিল, তাকে বিক্রি করার সময়েও মোটামুটি একই পরিমাণ অর্থ চাইছে পিএসজি।
বার্সেলোনা প্রথমে ১০ কোটি ইউরোর সঙ্গে কুতিনহো ও রাকিতিচকে দিতে চেয়েছে। আলোচনার বিভিন্ন সময়ে উঠে এসেছে বার্সার ওসমানে ডেম্বেলে, স্যামুয়েল উমতিতি ও নেলসন সেমেদোর নাম। তবে চুক্তিতে কোনো খেলোয়াড় অন্তর্ভুক্ত করার ব্যাপারে আগ্রহ দেখায়নি পিএসজি। তাদের পুরো অর্থই লাগবে।
এদিকে কুতিনহোকে বায়ার্নে মিউনিখে এক বছরের জন্য পাঠিয়েছে বার্সেলোনা। এ কারণেই স্কাই স্পোর্টসের খবরটা আরও বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। পাকাপাকিভাবে হয়তো এখনই নেইমার বার্সেলোনায় আসবেন না, তবে ধারে আসবেন। ২০০ মিলিয়নের বেশি অর্থ দিয়ে নেইমারকে কিনলে আবার ফেয়ার প্লে পলিসির বেড়াজালে আটকে যেতে পারে বার্সা। ফলে সেটাও একটা সমস্যা। সবকিছু দেখেশুনেই হয়তো এগোতে হবে বার্সাকে। আর ভক্ত-সমর্থকদেরও থাকতে হবে অপেক্ষায়।
আপনার মতামত লিখুন :