শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৬:২৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন পাকিস্তানের শারজিল

শিউলী আক্তার : ২০১৭ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন ক্রিকেটার শারজিল খান। তবে আড়াই বছর পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে ক্ষমায় নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছেন এ ক্রিকেটার। নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করায় পেশাদার ক্রিকেটে খেলতে আর নিষেধাজ্ঞা থাকছে না শারজিলের।

সোমবার (১৯ আগস্ট) শারজিল খানকে ক্ষমা করার ব্যাপারটি এক বিবৃতির মাধ্যমে জানায় পিসিবি। দোষ স্বীকার করার শর্তে শারজিলকে ক্ষমা চাওয়ার সুযোগ দেয় দেশটির ক্রিকেট বোর্ড। তাই নিজের দোষ স্বীকার করে নিয়ে খেলায় ফেরার পথ সুগম করলেন তিনি। ফলে খুব শীঘ্রই খেলার মাঠে দেখা যাবে ৩০ বছর বয়সী এ ওপেনারকে।

শারজিল বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ড, আমার সতীর্থ, ভক্ত ও পরিবারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলায় তাদের কাছে ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে আমি আমার কাজের প্রতি আরও সতর্ক হব এবং দায়িত্ব নিয়ে কাজ করবো।’

তিনি আরো বলেন, ‘আমি সকল ক্রিকেটরদের মনে করিয়ে দিতে চাই, তারা যেনো পিসিবির দুর্নীতিবিরোধী আইন কঠোরভাবে মেনে চলে। আর মেনে না চললে তারা হয়ত আর্থিকভাবে লাভবান হবে। কিন্তু ক্যারিয়ার হবে কলঙ্কিত। আমি পিসিবির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছি যেখানে দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রম অন্যতম। খুব শিগগিরই আমি ক্লাব ক্রিকেটে ফিরবো। কিন্তু ঘরোয়া ক্রিকেটে নয়। যেহেতু ৩০ মাস ক্রিকেট থেকে বাইরে ছিলাম, সেহেতু ফিটনেস ঘাটতি আছে। আগে সেটা অর্জন করি।’

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে শারজিল খান পাকিস্তান ক্রিকেট বোর্ডের অধীনে দুর্নীতি বিরোধী শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেবে। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে জাতীয় দলের সঙ্গে এতিম খানা পরিদর্শন করবে। পাকিস্তানের হয়ে একটি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ১৫টি টি-টুয়েন্টি খেলেছেন শারজিল খান।

উল্লেখ্য, একই কাণ্ডে তার সহযোগী খালিদ লতিফকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিলো। তবে তিনি এখনো এই সাঁজা থেকে মুক্তি পাননি।
সম্পাদনা : মারুফুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়