শিরোনাম
◈ সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০২:১২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যচুক্তির জন্য প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র, মন্দার শংকা ফের উড়িয়ে দিয়ে জানালেন ট্রাম্প

নূর মাজিদ : মার্কিন অর্থনীতি গতি হারাচ্ছে এমন আশংকা উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রা¤পসহ হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তারা। বন্ড বাজারের অস্থিতিশীল অবস্থার মাঝেও মন্দার খুব সামান্য ঝুঁকি দেখা যাচ্ছে, গত রোববার তারা এমন দাবী করেছেন। মন্দার অন্যতম পূর্বল²ণ বন্ডবাজার গত সপ্তাহে ব্যাপক নিম্নমুখী প্রবণতার শিকার হয়েছে। হোয়াইট হাউজের আরো দাবি, চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্র খুব একটা ক্ষতির মুখে পড়ছেনা। খবর : রয়টার্স

রোববার ট্রা¤প বলেন, ‘আমরা (অর্থনীতিতে) খুবই ভালো করছি। আমাদের ভোক্তারা ধনী,(কারণ) আমি তাদের বিপুল পরিমাণ কররেয়াত দিয়েছি। তাদের কাছে এখন (খরচ করার মতো) অঢেল অর্থ রয়েছে।’

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স¤পাদনের মাধ্যমে বাণিজ্য সংঘাতের সমাপ্তি সহসাই করছেন না ট্রা¤প, এদিন এমন ইঙ্গিত ফের পুনঃব্যক্ত করেন তিনি। নিজ উপদেষ্টাদের চাইতেও বানিজ্যচুক্তির বিষয়ে কম আশাবাদি ট্রা¤প। তার মতে এখনও চীন একটি সমঝোতায় পৌঁছাতে রাজি নয়। এই অবস্থায় তিনিও চুক্তি করতে প্রস্তুত নন।

এদিকে চীনের জন্য খুবই ¯পর্শকাতর দেশটির অভ্যন্তরীন বিষয়ের দিকে ফের ইঙ্গিত দিয়েছেন ট্রা¤প। বাণিজ্য আলোচনার নতুন শর্ত বানাচ্ছেন হংকং ইস্যুকে। হংকংয়ের রাজনৈতিক বিক্ষোভকে চীন কিভাবে সমাধান করে তার দিকে হোয়াইট হাউজ সতর্ক দৃষ্টি রাখছে বলে জানান তিনি।

এসময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, হংকং সংকটের সমাধান খুবই মানবিকভাবে হোক আমি এটাই চাই। আমি মনে করি, এমনটা হলে তা বাণিজ্যচুক্তির জন্যেও মঙ্গলজনক হবে।

এদিকে হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো বলেছেন, ‘আগামী ১০ দিনের মধ্যে দুই দেশের উপ-বাণিজ্য প্রতিনিধিদের মাঝে সংলাপ অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তারা ঐক্যমত্য পোষণ করলেই চীনকে ফের আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হবে।’ এই আলোচনা হবে অগ্রগামী পর্যায়ের, যার মধ্য দিয়ে বৈশ্বিক অর্থনীতির গতি কমে আসা বন্ধ করতে দুই দেশই বাণিজ্য বিরোধ নিরসনের প্রয়াস নেবে, বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়