শিরোনাম
◈ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক কমাতে রাজি ‘অসাধারণ’ প্রস্তাব পেলে  ◈ বাংলাদেশ যুক্তরাষ্ট্র্রের শুল্ক হ্রাসে যেসব প্রস্তাব দেওয়ার চিন্তা করছে  ◈ আত্মসমর্পণ করে আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর জামিন আবেদন ◈ ইসরায়েলি নজরদারি টুল প্যারাগনের স্পাইওয়্যার ব্যবহার করছে বিশ্বের ৬ দেশ! ◈ প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড ◈ গাজায় ইসরায়েলের অবিরাম হামলা চলছেই ◈ এবার ট্রাম্পকাণ্ড নিয়ে যা বললেন বারাক ওবামা ◈ ভারতের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান ◈ আবারও সাকিব আল হাসানকে জরিমানা

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০১:৩৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমদিনের ক্যাম্পে ফিটনেসে সেরা ফরহাদ-রাহী, অ্যাভারেজ ‘মুশফিকদের’

স্পোর্টস ডেস্ক : ফিটনেসে জাতীয় দলের ক্রিকেটারদেরই এগিয়ে থাকার কথা। কিন্তু না, জাতীয় দলের নিয়মিত সদস্যদের থেকেও ফিটনেসে এগিয়ে অনিয়মিত মুখদের। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ও ত্রিদেশীয় সিরিজকে কেন্দ্র করে ডাকা কন্ডিশনিং ক্যাম্পে বিপ টেস্টের পর বেরিয়ে এলো ক্রিকেটারদের ফিটনেসের হালচাল।

আজ সোমবার সকাল ৮টায় শুরু হওয়া টাইগারদের ক্যাম্পের প্রথম দিন কেটেছে বিপ টেস্ট ও জিম করে। বিপ টেস্টের মাধ্যমে জানা যায় কি পরিমাণ অক্সিজেন একজন ক্রিকেটার নিতে পারে, যা ক্রিকেটারদের প্রাণশক্তির নির্ণায়ক হতে পারে। এই পরীক্ষার জন্য ব্যবহার করা হয় ভিওটুম্যাক্স নামে একটি পদ্ধতি।

মাশরাফি-সাকিবসহ এই ক্যাম্পে ডাকা হয়েছে ৩৫ জনকে। সাইফ হাসান ও নাঈম শেখসহ আছে এক ঝাঁক নতুন মুখও। আজ প্রথম দিন উপস্থিত ছিলেন ২৩ জন। শ্রীলংকার বিপক্ষে ইমার্জিং কাপে খেলার কারণে উপস্থিত হতে পারেনি বাকিরা। ছুটিতে আছেন সাকিব আল হাসান। আর বিয়ের কারণে ছুটিতে থাকায় ক্যাম্পে অনুপস্থিত ছিলেন সাব্বির।

ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা কেমন জানতে চাইলে বিসিবির ট্রেইনার বায়জিদুল ইসলাম দৈনিক আমাদের সময়কে জানান, জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা অ্যাভারেজ। ফিটনেসে সবচেয়ে ভালো করেছেন ফরহাদ রেজা ও আবু জায়েদ রাহী। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা জহুরুল ইসলাম অমিও ভালো করেছেন।

বায়জিদ আরও বলেন, ‘আমি যতটুকু দেখেছি ফরহাদ রেজা ও আবু জায়েদ রাহী ভালো করেছেন। জহুরুল ইসলাম অমিও অনেক ভালো করেছেন। বাকি সবাই অ্যাভেরেজ, কেউ তেমন খারাপ করেনি।’

তবে ক্যাম্পে উপস্থিত থাকলেও বিপ টেস্ট দেননি মাশরাফি ও সৌম্য। এ প্রসঙ্গে বায়জিদ বলেন, ‘সৌম্য সরকার অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, তাই আজ বিপ টেস্ট দিতে পারেননি। ২৪ আগস্ট তার এই টেস্ট দেওয়ার কথা রয়েছে।’

তবে ওয়ানডে অধিনায়ক মাশরাফি কেন দেননি এই তথ্য জানাতে পারেননি বায়জিদ। তিনি বলেন, ‘মাশরাফি আসছিলেন, তবে বিপ টেস্ট দেননি, কবে নাগাদ দিবে তাও বলতে পারছি না।’ খবর : আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়