শিরোনাম
◈ আসছেন জাতিসংঘের মহাসচিব: গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার প্রসঙ্গ   ◈ ভূমিকম্পের আভাস: ঢাকায় তাৎক্ষণিক ২ লাখ মানুষের প্রাণহানির শঙ্কা ◈ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সর্বশেষ অবস্থা জানাল আইএসপিআর ◈ ৪৮টি থানা এলাকায় পুলিশের সহায়ক হিসেবে কাজ করবে অক্সিলারি ফোর্স ◈ আ. লীগের নেতা-কর্মীরা নিষিদ্ধ হলে কোথায় যাবে? ◈ বুয়েটে চান্সপ্রাপ্ত মেধাবী ছাত্র শান্ত বিশ্বাসের পাশে তারেক রহমান ◈ আমরা ৫ আগষ্টের পর নতুন একটি শব্দ শুনতে পাচ্ছি মব কালচার : ইশরাক  ◈ কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল ◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ০৮:২৭ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি, অ্যাগুয়েরো ও ডি মারিয়াকে ছাড়াই আর্জেন্টিনা দল

রাকিব উদ্দীন : চিলি ও মেক্সিকোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশান। কোপা আমেরিকায় কনমমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় তিন ম্যাচ নিষেধাজ্ঞা পাওয়া মেসিকে ছাড়াই দল ঘোষণা করতে হয়েছে লিওনেল স্কালোনিকে।

ঘোষিত আর্জেন্টিনা স্কোয়াডে মেসির পাশাপাশি রাখা হয়নি ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে। জায়গা হয়নি পিএসজির তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা সাত তরুণ খেলোয়াড়।

চিলি আর মেক্সিকোর বিপক্ষে দুই ম্যাচে তো বটেই মেসিকে পাওয়া যাবে না জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচেও। আগামী ৫ ও ১০ সেপ্টেম্বর যথাক্রমে চিলি ও মেক্সিকোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

মেসি-আগুয়েরো-ডি মারিয়াহীন স্কোয়াডে তাই আর্জেন্টিনার ভরসা জুভেন্টাসের পাওলো দিবালা এবং ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ। এছাড়া, ২৭ সদস্যের দলে আক্রমণভাগে আছেন ল্যাজিওর জোয়াকুইন কোরেয়া আর সান লরেঞ্জের আদোলফো গাইচ। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আলো ছড়িয়ে নজরে এসেছেন তরুণ স্ট্রাইকার গাইচ।

সাত নতুন খেলোয়াড় হলেন আদোলফো গাইচ, লুকাস ওকাম্পোস, লিওনার্দো বালের্দি, লুকাস মার্টিনেজ, নিকোলাস ফিগাল, নিকোলাস ডমিঙ্গুয়েজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

২৭ সদস্যের আর্জেন্টিনা স্কোয়াড :

গোলরক্ষক : ফ্রাঙ্কো আরমানি, এস্তেবান আনদ্রাদা, অগাস্টিন মারচেসিন।

রক্ষণভাগ : নিকোলাস ওটামেন্ডি, মার্কোস রোহো, লুকাস মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি, জার্মান পেজ্জালা, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ফিগাল।

মাঝমাঠ : মার্কোস আকুনিয়া (স্পোর্টিং লিসবন), জিওভান্নি লে সেলসো (টটেনহাম হটস্পার), গিদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), নিকোলাস ডমিঙ্গুয়েজ (ভেলেজ সার্সফেল্ড), রদ্রিগো দি পল (উদিনেসে), লুকাস ওকাম্পোস (সেভিয়া), এজিকুয়েল প্যালাসিওস (রিভার প্লেট), মাতিয়াস জারাচো (রেসিং), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (বোকা জুনিয়র্স)

আক্রমণভাগ : পাওলো দিবালা (জুভেন্টাস), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), আদোলফো গাইচ (সান লরেঞ্জো), জোয়াকুইন কোরেয়া (ল্যাজিও)।

সম্পাদনা : আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়