শিরোনাম

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ১২:৩৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন রীতিতে এবার হজ করার সুযোগ পেয়েছে ৫০ সৌদি বন্দী

আমিন মুনশি : সৌদি কারা কর্তৃপক্ষ বন্দীদের নিয়ে চলতি বছর থেকে নতুন এক রীতি চালু করেছে। প্রথমবারের মতো, ৫০ জন সৌদি বন্দী এবং তাদের ৩২টি পরিবারকে হজ করার সুযোগ করে দেয়া হয়েছে। কারা কর্মকর্তা ও বন্দীদের মধ্যে বিশ্বাসের সম্পর্ক পুনরুদ্ধার করতে স্থানীয় একটি সংস্থার আওতায় বন্দীদের হজ করানো হয়েছে।-উর্দু নিউজ.কম

সৌদি পত্রিকার ভাষ্য মতে, ওই ৫০ সৌদি বন্দী ফৌজদারি মামলার হাজি ছিলেন। তাদেরকে সাধারণ হজযাত্রীদের মতো হজের সমস্ত কাজ সম্পাদনের সুযোগ দেয়া হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসহ বিলাসবহুল বাড়িতে তাদের রাখা হয়েছে। উন্নত সুযোগ-সুবিধা এবং শীতাতপ নিয়ন্ত্রিত বাসে ভ্রমণ করানো হয়েছে। নজরদারি করার জন্য তাদের সাথে কারা বিভাগের কিছু কর্মকর্তাও ছিলেন।

গত ৮ জিলহজ বন্দীদের মিনায় নিয়ে যাওয়া হয়। সেখানে তারা জোহর, আছর ও মাগরিবের নামাজ আদায় করেন এবং ১০ জিলহজ সাধারণ হাজিদের মতো তাদেরও আরাফাতের ময়দানে নিয়ে যাওয়া হয়। এ কর্মসূচির আওতায় কারাগারকে সমাজের পুণ্যবান অংশ করার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়