শিরোনাম
◈ পাকিস্তানে হামলা করবে ভারত, নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন ◈ অর্থ কামানোই প্রধান লক্ষ্য, ২০২৪ সালে সাইবার হানার ধরন পাল্টেছে! ◈ রাবি শিক্ষার্থীদের মধ্যে স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে, মেডিকেল সেন্টারে মিলছে চিকিৎসা ◈ ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে যুক্তরাষ্ট্র কী করবে? ◈ পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে চীনের জোরালো সমর্থন পেল পাকিস্তান ◈ পাস‌পোর্ট নেই, ভিসাও নেই, তারপ‌রেও  ৫০ টির বেশি দেশ ভ্রমণ ক‌রে‌ছেন তি‌নি ◈ আসছে নতুন ভাইরাস- মানুষ দ্রুত বু‌ড়ো হ‌য়ে যা‌বে,  চরম সতর্কবার্তা দিলেন বুল‌গে‌রিয়ান বাবা ভাঙ্গা ◈ পাকিস্তান ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ সব চুক্তি, এগুলো স্থগিত হওয়ার অর্থ কী? ◈ পাকিস্তানের ভয়ে ভারতীয় জেনারেলদের মিটিং ত্যাগের ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০৮:১৫ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচিং স্টাফে প্রোটিয়াদের আধিপত্যে বদলে যাবে বাংলাদেশ?

আক্তারুজ্জামান : বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফ সাতজনের। যার মধ্যে একটি পদ এখনো খালি আছে। অবাক করা বিষয় হলো ছয়জনের মধ্যে নিয়োগপ্রাপ্ত চারজনই দক্ষিণ আফ্রিকার। যাদের প্রধানও নিয়োগ হয়েছে গতকাল। তিনিও প্রোটিয়। বাংলাদেশ দলের নবনিযুক্ত কোচ রাসেল ডোমিঙ্গো কাজ করবেন তারই স্বদেশী নেইল ম্যাকেঞ্জি, চার্লস ল্যাঙ্গেভেল্ট এবং রায়ান কুকের সঙ্গে। চারজন মিলে বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা ডোমিঙ্গোর।

মূল কোচ ডোমিঙ্গো ছাড়াও ফিল্ডিং কোচ রায়ান কুক, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জ এবং পেস বোলিং কোচও নবনিযুক্ত চার্লস ল্যাঙ্গেভেল্ট। একই সঙ্গে দল পরিচালনার ক্ষেত্রে এই বিষয়টিকে বাড়তি সুবিধা হিসেবেও দেখছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক এই কোচ। একই দেশের চারজনের মিলিত প্রচেষ্টায় দারুণ একটি ম্যানেজমেন্ট পাবে বাংলাদেশ বলে বিশ্বাস ডোমিঙ্গোর।

এর আগেও ম্যাকেঞ্জি এবং ল্যাঙ্গেভেল্টদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাবেক এ প্রোটিয় কোচের। সবমিলিয়ে ভালো কিছুর অপেক্ষাতে আছেন নতুন কোচ। তিনি বলেন, ‘ ম্যাকেঞ্জি এবং ল্যাঙ্গেভেল্ট এই দলের অংশ। আমি এর আগেও নেইল এবং চার্লের সঙ্গে কাজ করেছি দক্ষিণ আফ্রিকা দলের হয়ে। উপমহাদেশে তাদের কোচিংয়ের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং আবারো তাদের সাথে কাজ করতে পারাটা দারুণ।’

অবশ্য সাকিব-তামিমদের পুরোপুরি বুঝে উঠতে যে বেশ কিছুটা সময় লাগবে সেটিও অস্বীকার করছেন না ৪৪ বছর বয়সী এ কোচ। বিশেষ করে ক্রিকেটারদের সঙ্গে নিজের বোঝাপড়ার ব্যাপারটিতে জোর দিচ্ছেন তিনি। বাংলাদেশ দলের নতুন কোচের ভাষ্যমতে, ‘আমি মঙ্গলবার বাংলাদেশে পা রেখেছি এবং আমার কিছু সময় লাগবে সিস্টেমগুলো বুঝতে। যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমাকে বুঝতে হবে কিভাবে সব কাজ হয়। প্রথম কয়েক সপ্তাহ বোঝাপড়া এবং মূল্যায়নের ব্যাপার যে আমরা এই মুহূর্তে কোথায় আছি এবং আমাদের কি নিয়ে কাজ করতে হবে।’

কোচিং স্টাফে প্রোটিয়াদের আধিপত্যে বাংলাদেশ আসলেই বদলে যাবে কি না সেটাই এখন দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়