মুসবা তিন্নি : সম্প্রতি পাকিস্তানের করাচিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড গায়ক মিকা সিং। পাকিস্তানের শিল্পপতি আদনান আসাদের মেয়ের বিয়ের মেহেদি অনুষ্ঠানে গান গাইতে হাজির হন মিকা। করাচির ওই অনুষ্ঠানে মিকা সিংয়ের হাজিরার পরই তাকে বয়কট করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। যা নিয়ে গোটা ভারতজুড়ে বেশ শোরগোল শুরু হয়েছে। সংবাদ প্রতিদিন
এবার মিকার পাকিস্তানের অনুষ্ঠান নিয়ে প্রকাশ্যে এল আরও বেশ কিছু তথ্য। রিপোর্টে প্রকাশ, পাকিস্তানি শিল্পপতি আদনান আসাদ দাউদ ইব্রাহিমের পরিবারের ঘনিষ্ঠ। ফলে আসাদের মেয়ের মেহেদির অনুষ্ঠানে দাউদের পরিবারের সদস্যরাও হাজির হন।
পাশাপাশি আসাদের মেয়ের মেহেদির অনুষ্ঠানের আয়োজন যেখানে করা হয়, তার পাশেই দাউদ ইব্রাহিমের পরিবারের সদস্য আনিস ইব্রাহিম এবং ছোট ভাই শাকিলের বাড়ি। সব মিলিয়ে মিকা সিংয়ের পাকিস্তানে গান করা ও সেই অনুষ্ঠানে দাউদ ইব্রাহিমের পরিবারের উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। সম্পাদনা : রাশিদ/ মহসীন
আপনার মতামত লিখুন :