স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের মাঠে চলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংলিশদের ঐতিয্যের লড়াই অ্যাশেজ সিরিজ। প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেলেও দ্বিতীয় দিন খেলা শুরু হয়েছে যথা সময়ে। এই টেস্টে দু’দলের ক্যাপ, নাম ও নম্বর লাল রঙের ছিলো। আগেই জানা ছিলো লর্ডস টেস্ট সাজবে লাল রঙে, খেলোয়াড়দের ক্যাপ থেকে জার্সির পেছনে নাম-নম্বর সবই হবে লাল রঙের। এমনকি মাঠে আসা দর্শকদেরও অনুরোধ করা হয়েছে যতটা সম্ভব লাল রঙের পোশাক পরে আসার জন্য। মূলত ফুসফুস ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই রুথ স্ট্রস ফাউন্ডেশন নামক দাতব্য প্রতিষ্ঠানের এই ভিন্নধর্মী আয়োজন।
রুথ স্ট্রস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস। দীর্ঘদিন লড়াই করে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত স্ট্রস পত্নী রুথ মৃত্যুকে আলিঙ্গন করেন গতবছর। এরপরই এই সাবেক ইংলিশ অধিনায়ক স্ত্রীর প্রাণ কেড়ে নেওয়া ফুসফুস ক্যান্সার সচেতনতায় নামেন, প্রতিষ্ঠা করে রুথ স্ট্রস ফাউন্ডেশন। দাতব্য প্রতিষ্ঠানটির আর্থিক তহবিল সংগ্রহের পর রোগ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি ও নিরাময়ের উপায় বের করতে গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়।
গতকাল বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগে ফুসফুস ক্যান্সার সচেতনতায় এক মিনিট নিরবতা পালন করা হয়। লাল ক্যাপের সাথে দু’দলের জার্সিতেই নাম-নম্বর ছিলো লাল রঙের। জার্সিতে ছিলো রুথ ফাউন্ডেশন দাতব্য প্রতিষ্ঠানটির নিজস্ব লোগোও।
আপনার মতামত লিখুন :