খোকন আহম্মেদ হীরা, বরিশাল : ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতে ঢাকার ২৭ মিন্টো রোডের বাসায় গুলিবিদ্ধ মায়ের কোলের মধ্যে থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া স্বজনের রক্তে ভেজা সেই সময়ের মাত্র দেড় বছরের শিশু আজকের বরিশাল সিটি কর্পোরেশেনর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
স্বল্প সময়ের মধ্যে নিজের মেধা, প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে পাদ প্রদীপের আলোয় আসা এক উদীয়মান সূর্য সাদিক আব্দুল্লাহর আলোয় আলোকিত বরিশাল মহানগর আওয়ামী লীগের রাজনীতির অঙ্গন। ২০১৮ সালের ৩০ জুলাই অনুষ্ঠিতব্য বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থী হিসেবে সাদিক আব্দুল্লাহ বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। মাত্র একবছর যেতে না যেতেই তিনি (সাদিক) দেশ সেরা সিটি মেয়রের খেতাব অর্জন করেছেন।
সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন জামাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জ্যেষ্ঠপুত্র মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র জ্যেষ্ঠপুত্র। তাই পূর্বপুরুষের পদাঙ্ক অনুসরণ করে মুজিব অন্তঃপ্রাণ সাদিক আব্দুল্লাহ নিজেকে শুধু যোগ্য উত্তরসূরী হিসেবেই নয়; দলীয় নেতাকর্মীদের আশা ও ভরসার প্রতীক হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। ফলশ্রুতিতে বিএনপির কাছে দীর্ঘদিন বেদখল হয়ে যাওয়া বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। দলীয় মনোনয়নে মেয়র নির্বাচিত হয়ে সাদিক আব্দুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বরিশাল নগরীকে একটি তিলোত্তমা অপরূপা শহরে রূপান্তরিত করার মহাপরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করেছেন।
সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতে রক্তঝরা অচিন্তনীয় বিয়োগান্তক অধ্যায়ের শোকগাঁথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সাথে দাদা তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত, চার বছরের ভাই সুকান্ত বাবু সেরনিয়াবাতসহ পরিবারের ছয়জন সদস্যকে হারিয়েছেন। সেই ভয়াল কাল রাতে অলৌকিকভাবে তার (সাদিক) বাবা আবুল হাসানাত আব্দুল্লাহ, বুলেটবিদ্ধ হয়ে মা সাহান আরা বেগম ও তার কোলে থাকা দেড় বছরের শিশুপুত্র সাদিক আব্দুল্লাহ প্রাণে বেঁচে যান। শরীরে ঘাতকের বুলেট বহন করে অসহ্য যন্ত্রণা নিয়ে মা সাহান আরা বেগম ও স্বজন হারানো বাবা আবুল হাসানাত আব্দুল্লাহর ন্যায় সাদিক আব্দুল্লাহও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সুখ-দুঃখের অংশীদার।
৭৫’র পরবর্তী সেনাশাসক জিয়াউর রহমান থেকে শুরু করে বিএনপি ও জামায়াতের জোট সরকার এবং ১/১১’র সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও মিথ্যা মামলাসহ নানা ষড়যন্ত্রে হয়রানির শিকার করা হয়েছেন আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার পরিবার। তবে সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের মাঝেও এ পরিবারটি বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগ নেতাকর্মীদের একমাত্র ভরসাস্থল ও শেষ ঠিকানা।
সেই ভয়াল কাল রাতে ঘাতকের নির্মম বুলেটে তৎকালীন মন্ত্রী ও বঙ্গবন্ধুর বোনজামাতা আব্দুর রব সেরনিয়াবাত, তার ভাইয়ের ছেলে সাংবাদিক শহীদ সেরনিয়াবাত, মেয়ে বেগম আরজু মনি, বেবী সেরনিয়াবাত, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু সেরনিয়াবাতসহ ক্রিডেন্স শিল্পগোষ্ঠীর সদস্য আব্দুর নঈম খান রিন্টু নিহত হয়েছিলেন। এছাড়াও আহত হয়েছিলেন বঙ্গবন্ধুর বোন ও রব সেরনিয়াবাতের স্ত্রী আমিনা বেগম, পুত্রবধূ সাহান আরা বেগম, মেয়ে বিউটি সেরনিয়াবাত, হামিদা সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ ক্রিডেন্স শিল্পগোষ্ঠীর সদস্য রফিকুল ইসলাম, ললিত দাস, সৈয়দ মাহমুদ ও খ.ম জিল্লুর রহমান।
আপনার মতামত লিখুন :