শিরোনাম

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ১১:২২ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে ইউএনওর উদ্যোগে নির্মিত শেখ রাসেল শিশু বিনোদন কেন্দ্র উদ্বোধন

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এর পরিকল্পনা ও উদ‍্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত শেখ রাসেল শিশু বিনোদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, এসিল্যান্ড জেপি দেওয়ান, ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ব‍্যক্তিবর্গ।

নবীনগরে কোন শিশু পার্ক না থাকায় কোমলমতি শিশুদের মানসিক বিকাশে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এ শিশু পার্কটি নির্মাণের পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছেন যা সর্ব মহলে প্রশংসিত হয়েছে। প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ বিনোদন কেন্দ্রটিতে ৪টি দোলনা, ২টি স্লিপার, ২টি ব্যালেন্স রাইডার (সি-শ), আর এফ এল কোম্পানির একটি আইটেম রয়েছে। এ ধরনের শিশু বিনোদন কেন্দ্র নবীনগরে প্রথম স্থাপিত হল। এ বিনোদন কেন্দ্রটি শিশুদের জন্য প্রতিদিন বিকাল ৪.০০ টা হতে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়