শেখ নাঈমা জাবীন : ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটন শহর কক্সবাজারে আসতে শুরু করেছে ভ্রমণ পিপাসুরা। রোদ, বৃষ্টি এবং উত্তাল সাগর সব কিছুই এখন হয়ে উঠেছে সব বয়সের মানুষের বিনোদনের। লঘুচাপের কারণে ৩ নম্বর সংকেত থাকায় পর্যটকদের সমুদ্র স্নানে বাড়তি ব্যবস্থা নিয়েছে লাইফ গার্ড সংস্থা। আর কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। সময় টিভি
বৈরি আবহাওয়ায় গুঁড়ি গুঁড়ি ও ভারী বৃষ্টির কারণে সকালে সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকের আনাগোনা ছিল কম। তবে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। দেখা মিলে রোদের। এরপর থেকে দলে দলে বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা সৈকতে আসতে থাকে। উত্তাল সাগরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে ভ্রমণ পিপাসুরা।
কক্সবাজার সী-সেইভ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি বলেন, সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের নিরাপদ থাকার জন্য কূলের কাছাকাছি থাকার জন্য বলা হচ্ছে।
ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা জানান, পর্যটকদের নিরাপত্তায় সৈকত ও পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নজরদারি করছেন। সম্পাদনা : রাশিদ রিয়াজ
আপনার মতামত লিখুন :